Dhaka বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

হবিগঞ্জ জেলা প্রতিনিধি : 

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজ এলাকায় যাত্রীবাহী বাসচাপায় মা-ছেলে নিহত হয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দেওপাড়া দিনারপুর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাগরদিঘীর পশ্চিমপাড় গ্রামের বাসিন্দা সৈয়দ আলীর স্ত্রী শামীমা আক্তার (৪৫) ও ছেলে তোকি আহমেদ (৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, শামীমা ছেলেকে নিয়ে আত্মীয়ের বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সৌদিয়া পরিবহণের একটি যাত্রীবাহী বাস সিলেটের দিকে যাচ্ছিল। দিনারপুর কলেজের সামনে শামীমা তার ছেলেকে নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির বাসটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মা-ছেলের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে। এ সময় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনি ব্যবস্থার পর লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

হবিগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

প্রকাশের সময় : ০৪:২৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

হবিগঞ্জ জেলা প্রতিনিধি : 

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজ এলাকায় যাত্রীবাহী বাসচাপায় মা-ছেলে নিহত হয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দেওপাড়া দিনারপুর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাগরদিঘীর পশ্চিমপাড় গ্রামের বাসিন্দা সৈয়দ আলীর স্ত্রী শামীমা আক্তার (৪৫) ও ছেলে তোকি আহমেদ (৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, শামীমা ছেলেকে নিয়ে আত্মীয়ের বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সৌদিয়া পরিবহণের একটি যাত্রীবাহী বাস সিলেটের দিকে যাচ্ছিল। দিনারপুর কলেজের সামনে শামীমা তার ছেলেকে নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির বাসটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মা-ছেলের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে। এ সময় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনি ব্যবস্থার পর লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।