হবিগঞ্জ জেলা প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবলে আকিজ গ্রুপের গ্যাস সাবস্টেশন লাইনে বিস্ফোরণে প্রকৌশলীসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নে আকিজ ভেঞ্চার লিমিটেড নামক কোম্পানির নির্মাণাধীন একটি শিল্পপ্রতিষ্ঠানের প্রকল্পে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।
নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- মিজান গাজী, মাহফুজ মিয়া ও রিয়াজ মিয়া। তারা চাঁদপুর জেলার বাসিন্দা। নিহতের মধ্যে একজন প্রকৌশলী। বাকি তিনজন শ্রমিক।
স্থানীয়রা জানান, সকালে উপজেলার ডুবাঐ বাজার এলাকায় আকিজ গ্রুপের ভেঞ্চার নামে একটি প্রতিষ্ঠানের গ্যাস লাইনে কাজ করেন ঠিকাদারের লোকজন। সকাল ৯টার দিকে হঠাৎ লাইনে বিস্ফোরণ ঘটে। এতে দ্বগ্ধ হয়ে ঘটনাস্থলেই মিজান গাজী ও মাহফুজ মিয়া মারা যান। আশঙ্কাজনক অবস্থায় আকিজ গ্রুপের কর্মচারী রিয়াজকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। আহত একজনকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাহুবল থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, আকিজ গ্রুপের একটি কারখানায় গ্যাসের লাইনে বিস্ফোরণে ৪ জন মারা গেছেন। এর মধ্যে দুইজন ঘটনাস্থলে ও আর দুইজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। প্রাথমিকভাবে জেনেছি, গ্যাসের প্রেসার চেক করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কারণ অনুসন্ধানের পর বিস্তারিত জানা যাবে। ঘটনার খবর পেয়ে ফোর্সসহ সেখানে উপস্থিত হয়েছি।