সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
টানা খরার মধ্যে সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টির সঙ্গে কয়েকটি উপজেলায় শিলাবৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত ৯টার দিকে জেলার প্রায় সকল উপজেলায় হঠাৎ মুষলধারে বৃষ্টি নামে। শান্তিগঞ্জ, জামালগঞ্জ, দিরাই, জগন্নাথপুর, দোয়ারাবাজারসহ বেশ কয়েকটি উপজেলায় বৃষ্টির সঙ্গে মাঝারি শিলাবৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয়রা। শিলাবৃষ্টি কমে গেলেও আকাশে বিদ্যুৎ চমকানো অব্যাহত আছে।
এদিকে শিলাবৃষ্টির কারণে হাওরে থাকা পাকা ধান ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা করছেন কৃষকরা। তবে শিলাবৃষ্টিতে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি বলে জানায় কৃষি বিভাগ।
বিশ্বম্ভপুর উপজেলার সুজিত শর্মা বলেন, সন্ধ্যার পর থেকেই আকাশের অবস্থা খারাপ। রাতে মুষলধারে বৃষ্টি নামে। বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, হাওরে পাকা ধান কাটা শুরু হয়ে গেছে। ইতোমধ্যে প্রায় অর্ধেক ধান কাটা শেষ। কিছু উপজেলায় শিলাবৃষ্টির খবর শুনেছি। শিলাবৃষ্টি অল্প সময় স্থায়িত্ব হওয়ায় ক্ষয়ক্ষতি হয়নি।