স্পোর্টস ডেস্ক :
আগের দিনই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে টিম বাংলাদেশ। পুরো ম্যাচে সাকিব ছিলেন একেবারেই নিষ্প্রভ। ব্যাটে-বলে পুরোপুরি ব্যর্থ। যে কারণে সমালোচনারও শিকার হন বাংলাদেশ অধিনায়ক।
বিশ্বকাপ মিশনের মুম্বাই পর্ব শেষ করে এই মুহূর্তে বাংলাদেশ দল পরের দুই ম্যাচের ভেন্যু কলকাতায়। তবে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের গন্তব্য পাল্টে গেছে। হঠাৎ দেশে ফিরে এসেছেন তিনি।
তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষ হতে না হতেই বুধবার (২৫ অক্টোবর) সকালে ঢাকায় ফিরে এসেছেন সাকিব আল হাসান।
মিরপুর স্টেডিয়ামের ইনডোরে নিজের ক্রিকেট গুরু নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে অনুশীলনও করেছেন টাইগার এই অলরাউন্ডার।
জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসানের শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিম। এই কোচের অধীনেই নিজেকে বড় করেছেন সাকিব। হয়ে উঠেছেন বিশ্বসেরা তারকা। অতীতে বহুবারই নিজের অফফর্মের সময় গুরু ফাহিমের শরণাপন্ন হয়েছিলেন সাকিব আল হাসান।
এবারও সম্ভবত নিজেকে ফিরে পাওয়ার মিশনে ঢাকায় পা রেখেছেন সাকিব। ব্যাটে বলে এবারের বিশ্বকাপটা যে মোটেই ভালো যাচ্ছে না তার। ইনজুরির কারণে এক ম্যাচ না খেললেও বাকি ম্যাচগুলোতে তার পারফর্ম্যান্স ঠিক সাকিব-সুলভ না। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে টাইগার দলপতি করেছেন মোটে ৫৬ রান। আর বল হাতে নিয়েছেন ৬ উইকেট।
বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। টানা চার হারে সেমিফাইনালে খেলার স্বপ্নও মলিন হয়ে গেছে অনেকটাই। ব্যাটে-বলে ফর্মে নেই কাপ্তান সাকিবও। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচেই আউট হয়ে কোনোরকমে হতাশা লুকিয়েছেন। এর মধ্যেই তিনি ফিরলেন ঢাকা।
বিশ্বকাপে বাংলাদেশ খেলেছে পাঁচটি ম্যাচ। এসবের মধ্যে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিতলেও এরপর টানা চার ম্যাচেই হেরেছে টাইগাররা। এবারের আসরে এখনো পর্যন্ত চার ম্যাচে খেলে সাকিব ব্যাট হাতে করেছেন ৫৬ রান। অন্যদিকে বল হাতে তিনি নিয়েছেন ৬ উইকেট।
জানা গেছে, আগামী ২৭ অক্টোবর দলের সঙ্গে যোগ দিতে কলকাতায় যাবেন সাকিব। এরপর ২৮ অক্টোবর বাংলাদেশের পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডসের সঙ্গে খেলবেন তিনি।