স্পোর্টস ডেস্ক :
একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সংস্করণটির অন্যতম বিধ্বংসী ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। আগামী বছর ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে এবং বিগ ব্যাশসহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে বেশি মনোযগী হওয়ার লক্ষ্যে অবসরের ঘোষণা দেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।
সোমবার (২ জুন) দ্য ফাইনাল ওয়ার্ড পডকাস্ট-এর একটি দীর্ঘ সাক্ষাৎকারে অবসরের ঘোষণা দেন ৩৬ বছর বয়সী এই তারকা অলরাউন্ডার।
ম্যাক্সওয়েল বলেন, আমার মনে হচ্ছে শরীরের অবস্থা অনুযায়ী দলের প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছি না। প্রধান নির্বাচক জর্জ বেইলির সঙ্গে আমার এই ব্যাপারে কথা হয়েছিল। আমি তাকে বলেছিলাম, ২০২৭ সালের বিশ্বকাপে আমি থাকব না। এখনই সময় আমার জায়গায় অন্য কাউকে সুযোগ দেওয়ার।
তিনি বলেন, এভাবে অবশ্য ক্যারিয়ারের ইতি টানতে চাইনি আমি। যেখানে নিজের অবস্থান ধরে রাখার জন্যই কেবল খেলে যাচ্ছি। যদি মনে করতাম এখনও ভালো খেলতে পারি, তাহলে জায়গা ছাড়তাম না। কিন্তু দল এখন পরবর্তী বিশ্বকাপের জন্য পরিষ্কার পরিকল্পনায় এগোচ্ছে। এখনই সময় অন্যদের সুযোগ দেওয়ার।
অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯টি ওয়ানডেতে মাঠে নেমেছেন ম্যাক্সওয়েল। যেখানে ৪ সেঞ্চুরিতে ৩ হাজার ৯৯০ রান করেন তিনি। ওয়ানডেতে তার ব্যাটিং স্ট্রাইকরেট ১২৬। সংস্করণটির ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ। এই দিকে তার ওপরে কেবল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব আন্দ্রে রাসেল। বল হাতেও মন্দ করেননি অফ স্পিনার ম্যাক্সি। ৫.৪৬ ইকোনমিতে ৭৭ উইকেট ঝুলিতে আছে তার।
মুম্বাইয়ে ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে করা তার ম্যাচজয়ী ডাবল সেঞ্চুরি ওয়ানডে ক্রিকেটের সর্বকালের সেরা ইনিংসের একটি হিসেবে বিবেচিত। তাছাড়া ২০১৫ ও ২০২৩ বিশ্বকাপ জিতেও ইতিহাসের অংশ হয়ে আছেন তিনি।
মূলত, এত দ্রুত অবসরের কারণ হিসেবে ইনজুরিকেও দায়ী করেছেন ম্যাক্সওয়েল। শরীর যে আগের মতো সায় দিচ্ছে না সেটি বুঝতে পেরেছিলেন এ বছরে হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতেই। আগামী বিশ্বকাপের আরও ২ বছর। এতটা ঝুকি আসলে নিতে চাননি ম্যাক্সওয়েল।