নিজস্ব প্রতিবেদক :
হজের আনুষ্ঠানিকতা শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন হাজিরা। সৌদি আরবে হজ পালন শেষে এ পর্যন্ত দেশে ফিরেছেন ২ হাজার ৫৮২ জন হাজি। রোববার (২ জুলাই) থেকে সোমবার (০৩ জুলাই) ভোর পর্যন্ত মোট সাতটি ফ্লাইটে দেশে ফিরেন তারা।
এ বছর সৌদি আরবে হজ পালন করতে গিয়ে মারা গেছেন ৬০ হজযাত্রী। তাদের মধ্যে পুরুষ ৪৭ ও নারী ১৩ জন রয়েছেন। হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা।
ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।
বুলেটিনের তথ্য মতে, রোববার (২ জুলাই) শুরু হয়েছে হাজিদের ফিরতি ফ্লাইট। সরকারি ব্যবস্থাপনার প্রথম ফিরতি ফ্লাইট (বিজি-৩৩২) স্থানীয় সময় রাত ৯টা ৫২ মিনিটে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে। সর্বশেষ সাতটি ফ্লাইটে দেশে ফিরেছেন ২ হাজার ৫৮২ জন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি, সৌদি এয়ারলাইন্স দুটি ও ফ্লাইনাস এয়ারলাইন্স চারটি ফ্লাইট পরিচালনা করে।
রোববার (২ জুলাই) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে জেদ্দা থেকে ফ্লাইনাসের এক্সওয়াই-৭৩৯২ ফ্লাইট ৩৩৩ জন যাত্রী নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট হিসেবে ঢাকায় অবতরণ করে।
এবার বাংলাদেশ থেকে হজ করতে গেছেন এক লাখ ২২ হাজার ৮৮৪ জন হজযাত্রী। তাদের সৌদিতে পৌঁছে দিয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বাংলাদেশ বিমান, সৌদি আরবের এয়ারলাইন্স সৌদিয়া ও ফ্লাইনাস এয়ার।
এই তিনটি এয়ারলাইনসে মোট ফ্লাইট সংখ্যা ৩২৫টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইন্স ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করেছে।
আগামী ২ আগস্ট হাজীদের ফিরতি ফ্লাইট শেষ হওয়ার কথা রয়েছে।