আন্তর্জাতিক ডেস্ক :
হজ, ওমরাহ ও সাধারণ যাত্রীদেও জন্য বিনামূল্যে হাই-স্পিড ওয়াইফাই সেবা চালু করেছে সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সাউদিয়া এয়ারলাইনস। এখন থেকে আকাশপথেই যাত্রীরা উপভোগ করতে পারবেন ঘণ্টায় ৩০০ মেগাবাইট গতির ইন্টারনেট সংযোগ।
রিয়াদ-জেদ্দা রুটে পরীক্ষামূলক ফ্লাইট এসভি-১০৪৪-তে প্রথমবারের মতো এই সেবা চালু হয়। উদ্বোধনী ফ্লাইটে সৌদি মন্ত্রীরা সরাসরি ফুটবল ম্যাচ স্ট্রিমিং ও ভিডিও কলে সাক্ষাৎকার নিয়ে সেবার স্থিতিশীলতা পরীক্ষা করেন। ৩৫ হাজার ফুট উচ্চতায়ও সংযোগ ছিল সম্পূর্ণ নির্বিঘ্ন।
বর্তমানে ২০টি বিমানে এই ওয়াইফাই সেবা চালু রয়েছে, যা মূলত রিয়াদ-জেদ্দা রুটে ব্যবহৃত হচ্ছে। ধীরে ধীরে এটি আন্তর্জাতিক রুটেও সম্প্রসারণের পরিকল্পনা করেছে সাউদিয়া, বিশেষ করে হজ ও ওমরাহযাত্রীদের বহনকারী ফ্লাইটগুলোতে।
উদ্বোধনী ফ্লাইটে উপস্থিত সরকারি কর্মকর্তারা জানান, এ সেবা যাত্রীদের জন্য আধুনিক ভ্রমণ অভিজ্ঞতা এনে দেবে। উচ্চমানের ভিডিও দেখা, অনলাইন মিটিং বা প্রিয়জনের সঙ্গে যোগাযোগ সবকিছু এখন সম্ভব হবে আকাশেই।
সাউদিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে ওয়াইফাইয়ের গতি আরও বাড়িয়ে ৮০০ মেগাবাইট পর্যন্ত উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এই সেবাটি যাত্রীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।
আন্তর্জাতিক ডেস্ক 
























