Dhaka সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু: গুরুতর কণ্ঠশিল্পী তিলোত্তমা

  • রংপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:৫৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
  • ২৫৪ জন দেখেছেন

কণ্ঠশিল্পী তিলোত্তমা

সড়ক দুর্ঘটনা কেড়ে নিল আরও একটি প্রাণ। দুর্ঘটনায় ক্ষুদে গানরাজ তিলোত্তমার অবস্থাও গুরুতর। সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘ক্ষুদে গানরাজ’ খ্যাত কণ্ঠশিল্পী তিলোত্তমা বিশ্বাসের মা। আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিলোত্তমা।

এছাড়া তিলোত্তমার বাবা নির্মল বিশ্বাস, ছোট বোন আঁখি বিশ্বাস ও ছোট ভাই পলক বিশ্বাস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। পঞ্চগড় থেকে তিলোত্তমা তার বড় বোনের বাসায় যাওয়ার পথে দিনাজপুর বীরগঞ্জ কবিরাজেরহাট এলাকায় তাদের বহনকারী প্রাইভেটকারটি উল্টে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়।

আরও পড়ুন : আমার প্রতিটি সকাল শুরু হয় দুর্ঘটনার সংবাদ দিয়ে : সেতুমন্ত্রী

এ সময় আহতদের উদ্ধার করে বীরগঞ্জ হাসপাতালে নেওয়া হয়।

পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিলোত্তমা বিশ্বাসের মা স্মরণিকা বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

এদিকে কান-মাথা দিয়ে রক্তক্ষরণ, বুকে ও মাথায় আঘাত পেয়েছেন তিলোত্তমা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদমান জানান, তিলোত্তমা এখনো শঙ্কামুক্ত নন।

আবহাওয়া

সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু: গুরুতর কণ্ঠশিল্পী তিলোত্তমা

প্রকাশের সময় : ১১:৫৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০

সড়ক দুর্ঘটনা কেড়ে নিল আরও একটি প্রাণ। দুর্ঘটনায় ক্ষুদে গানরাজ তিলোত্তমার অবস্থাও গুরুতর। সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘ক্ষুদে গানরাজ’ খ্যাত কণ্ঠশিল্পী তিলোত্তমা বিশ্বাসের মা। আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিলোত্তমা।

এছাড়া তিলোত্তমার বাবা নির্মল বিশ্বাস, ছোট বোন আঁখি বিশ্বাস ও ছোট ভাই পলক বিশ্বাস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। পঞ্চগড় থেকে তিলোত্তমা তার বড় বোনের বাসায় যাওয়ার পথে দিনাজপুর বীরগঞ্জ কবিরাজেরহাট এলাকায় তাদের বহনকারী প্রাইভেটকারটি উল্টে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়।

আরও পড়ুন : আমার প্রতিটি সকাল শুরু হয় দুর্ঘটনার সংবাদ দিয়ে : সেতুমন্ত্রী

এ সময় আহতদের উদ্ধার করে বীরগঞ্জ হাসপাতালে নেওয়া হয়।

পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিলোত্তমা বিশ্বাসের মা স্মরণিকা বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

এদিকে কান-মাথা দিয়ে রক্তক্ষরণ, বুকে ও মাথায় আঘাত পেয়েছেন তিলোত্তমা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদমান জানান, তিলোত্তমা এখনো শঙ্কামুক্ত নন।