Dhaka শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

স্বাস্থ্য সংস্কার কমিটি সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন এমএ ফয়েজ

নিজস্ব প্রতিবেদক : 

স্বাস্থ্য খাত সংস্কারবিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক এমএ ফয়েজ।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্যসচিব বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে তার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। গতকাল সন্ধ্যায় গণমাধ্যমের কাছে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। দেশের স্বাস্থ্যব্যবস্থার বিষয়ভিত্তিক প্রয়োজনীয় সংস্কার, চিকিৎসাসেবার গুণগত মান উন্নয়ন ও স্বাস্থ্যব্যবস্থার

কাঠামো শক্তিশালী করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় গত ৩ আগস্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্যানেল গঠন করে। ১১ সদস্যের এই প্যানেলের সভাপতি করা হয় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এমএ ফয়েজকে।

কমিটি গঠনের পর থেকেই নানা সমালোচনা শুরু হয়। কমিটিতে শুধু বিশেষজ্ঞ চিকিৎসকদের রাখা হয়েছে। কমিটিতে কোনো জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, পুষ্টি বিশেষজ্ঞ, জনসংখ্যা বিশেষজ্ঞ রাখা হয়নি। বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই কমিটিকে প্রত্যাখ্যান করে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

স্বাস্থ্য সংস্কার কমিটি সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন এমএ ফয়েজ

প্রকাশের সময় : ১২:২৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

স্বাস্থ্য খাত সংস্কারবিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক এমএ ফয়েজ।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্যসচিব বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে তার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। গতকাল সন্ধ্যায় গণমাধ্যমের কাছে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। দেশের স্বাস্থ্যব্যবস্থার বিষয়ভিত্তিক প্রয়োজনীয় সংস্কার, চিকিৎসাসেবার গুণগত মান উন্নয়ন ও স্বাস্থ্যব্যবস্থার

কাঠামো শক্তিশালী করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় গত ৩ আগস্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্যানেল গঠন করে। ১১ সদস্যের এই প্যানেলের সভাপতি করা হয় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এমএ ফয়েজকে।

কমিটি গঠনের পর থেকেই নানা সমালোচনা শুরু হয়। কমিটিতে শুধু বিশেষজ্ঞ চিকিৎসকদের রাখা হয়েছে। কমিটিতে কোনো জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, পুষ্টি বিশেষজ্ঞ, জনসংখ্যা বিশেষজ্ঞ রাখা হয়নি। বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই কমিটিকে প্রত্যাখ্যান করে।