নিজস্ব প্রতিবেদক :
সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকায় পৌঁছান তিনি।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য এবং জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ০৫৮৫ নম্বর ফ্লাইটে বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যা ৬টায় মন্ত্রী ঢাকায় পৌঁছেছেন।
ওবায়দুল কাদের গত ৩ মার্চ (রবিবার) স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান। সেখানকার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করান তিনি।
উল্লেখ্য, ২০১৯ সালের মার্চে শ্বাসকষ্ট শুরু হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সেখানে দ্রুত এনজিওগ্রাম করার পর তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। তাকে চিকিৎসা দিতে ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেবী শেঠি তখন ঢাকায় আসেন। পরে তার পরামর্শে সিঙ্গাপুরে চিকিৎসা নেন কাদের।