Dhaka মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীনতার ৫০ বছর পরেও প্রাপ্য অধিকার ফিরে পায়নি মানুষ : আখতার হোসেন

রংপুর জেলা প্রতিনিধি : 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেন, স্বাধীনতার ৫০ বছর অতিক্রম করলেও দেশের মানুষ এখনো তাদের প্রাপ্য অধিকার ও মর্যাদা পুরোপুরি ফিরে পায়নি। স্বাধীনতার চেতনা ছিল সবার জন্য সমান অধিকার, মর্যাদা ও ন্যায়ের নিশ্চয়তা। কিন্তু সমাজে এখনো বৈষম্য, অবহেলা ও অন্যায় বিরাজ করছে। এই বৈষম্য দূর করে প্রকৃত স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতেই এনসিপি কাজ করছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় উপজেলার কান্দি ইউনিয়নের বিভিন্নস্থানে উঠান বৈঠক করেন এনসিপির এই নেতা।

আখতার হোসেন বলেন, আজও আমাদের দেশে ধনী-গরিবের মধ্যে বিশাল ব্যবধান রয়েছে। কেউ বৈধভাবে ধনী হয়েছে, কেউ অবৈধ পথে। কিন্তু গরিব মানুষ এখনো বঞ্চিত। যোগ্যতা ও সততা থাকা সত্ত্বেও শুধুমাত্র সম্পদের অভাবে যদি একজন মানুষকে কোনো জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে সেটা স্বাধীন বাংলাদেশের আদর্শ নয়। আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে মানুষের মর্যাদা টাকার মাপে নির্ধারিত হয়।

তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ও সংগ্রামের সঙ্গে জড়িত ছিলাম। এই আন্দোলনের কারণে বহুবার জেল-জুলুম, নির্যাতন ও রিমান্ডের মুখোমুখি হয়েছি। সব কষ্ট সহ্য করেছি দেশের মানুষের কল্যাণের জন্য। যেন তারা অন্যায় ও জুলুম থেকে মুক্তি পায়। আল্লাহর অশেষ রহমতে আজ আমরা সেই জুলুম থেকে মুক্ত।

তিনি আরো বলেন, প্রতিবেশীর হক সবার আগে। আমি জনগণের মধ্য থেকেই উঠে এসেছি, তাই জনগণের সমস্যাই আমার সমস্যা।

এলাকার জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা আমার পাশে থাকুন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি-উন্নয়নবঞ্চিত প্রতিটি অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করা হবে। এনসিপি বিশ্বাস করে, জনগণের শক্তিই দেশের আসল শক্তি।

ইউনিয়নের বিভিন্ন স্থানে উঠান বৈঠক চলাকালে আখতার হোসেন স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন। উঠান বৈঠকে এনসিপির পীরগাছা উপজেলার প্রধান সমন্বয়ক আব্দুল আল মামুন, যুগ্ম-আহ্বায়ক এ বি এ মিজানুর রহমান ছানাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত ১ জুলাই কাউনিয়া বাসস্ট্যান্ডে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রার’ পথসভায় আখতার হোসেনকে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এর আগে, গত ১ জুলাই রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নভেম্বরে গণভোট চাওয়া মামার বাড়ির আবদারের মতো : রিজভী

স্বাধীনতার ৫০ বছর পরেও প্রাপ্য অধিকার ফিরে পায়নি মানুষ : আখতার হোসেন

প্রকাশের সময় : ০৩:৩৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

রংপুর জেলা প্রতিনিধি : 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেন, স্বাধীনতার ৫০ বছর অতিক্রম করলেও দেশের মানুষ এখনো তাদের প্রাপ্য অধিকার ও মর্যাদা পুরোপুরি ফিরে পায়নি। স্বাধীনতার চেতনা ছিল সবার জন্য সমান অধিকার, মর্যাদা ও ন্যায়ের নিশ্চয়তা। কিন্তু সমাজে এখনো বৈষম্য, অবহেলা ও অন্যায় বিরাজ করছে। এই বৈষম্য দূর করে প্রকৃত স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতেই এনসিপি কাজ করছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় উপজেলার কান্দি ইউনিয়নের বিভিন্নস্থানে উঠান বৈঠক করেন এনসিপির এই নেতা।

আখতার হোসেন বলেন, আজও আমাদের দেশে ধনী-গরিবের মধ্যে বিশাল ব্যবধান রয়েছে। কেউ বৈধভাবে ধনী হয়েছে, কেউ অবৈধ পথে। কিন্তু গরিব মানুষ এখনো বঞ্চিত। যোগ্যতা ও সততা থাকা সত্ত্বেও শুধুমাত্র সম্পদের অভাবে যদি একজন মানুষকে কোনো জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে সেটা স্বাধীন বাংলাদেশের আদর্শ নয়। আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে মানুষের মর্যাদা টাকার মাপে নির্ধারিত হয়।

তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ও সংগ্রামের সঙ্গে জড়িত ছিলাম। এই আন্দোলনের কারণে বহুবার জেল-জুলুম, নির্যাতন ও রিমান্ডের মুখোমুখি হয়েছি। সব কষ্ট সহ্য করেছি দেশের মানুষের কল্যাণের জন্য। যেন তারা অন্যায় ও জুলুম থেকে মুক্তি পায়। আল্লাহর অশেষ রহমতে আজ আমরা সেই জুলুম থেকে মুক্ত।

তিনি আরো বলেন, প্রতিবেশীর হক সবার আগে। আমি জনগণের মধ্য থেকেই উঠে এসেছি, তাই জনগণের সমস্যাই আমার সমস্যা।

এলাকার জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা আমার পাশে থাকুন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি-উন্নয়নবঞ্চিত প্রতিটি অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করা হবে। এনসিপি বিশ্বাস করে, জনগণের শক্তিই দেশের আসল শক্তি।

ইউনিয়নের বিভিন্ন স্থানে উঠান বৈঠক চলাকালে আখতার হোসেন স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন। উঠান বৈঠকে এনসিপির পীরগাছা উপজেলার প্রধান সমন্বয়ক আব্দুল আল মামুন, যুগ্ম-আহ্বায়ক এ বি এ মিজানুর রহমান ছানাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত ১ জুলাই কাউনিয়া বাসস্ট্যান্ডে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রার’ পথসভায় আখতার হোসেনকে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এর আগে, গত ১ জুলাই রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ।