Dhaka শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীনতাবিরোধী শক্তি আর ফ্যাসিবাদী সহযোগীর মিলনে গণতন্ত্র পরিপুষ্ট হবে না : দুদু

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : 

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি আর ফ্যাসিবাদী সহযোগীর মিলনে গণতন্ত্র পরিপুষ্ট হবে না। মেরুকরণ যাই হোক জনগণ যেটিকে অনুমোদন করবে আমরা মনে করি সেটাই হবে গণতন্ত্র।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে জেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেওয়ার আগে শিল্পকলা একাডেমি চত্বরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

দুদু বলেন, ‘বিএনপি ১৭ বছর ধরে লড়াই করছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, গণতন্ত্রের প্রত্যাশায়, স্বাধীনতার প্রত্যাশায় ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশায়। আমরা (বিএনপি) বাংলাদেশটাকে গণতান্ত্রিক ধারায় ফেরত আনতে চাই। আমরা মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে চাই।

তিনি বলেন, ‘এই যে লড়াই ১৭ বছরের, সেই লড়াই যাতে আরও সুপ্রতিষ্ঠিত হয়, সেজন্য সারাদেশে বিভিন্ন জেলায়, থানায় ও উপজেলায়, যেখানে সম্মেলন হয়নি, সাংগঠনিকভাবে পিছিয়ে রয়েছে, যদিও ঠাকুরগাঁও জেলাতে সাংগঠনিক তৎপরতা নির্ধারিতভাবে হয়েছে; এরই মধ্যে একটি থানার সম্ভবত সম্মেলন হয়েছে, আর আগামী মাসেই আমরা ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন করতে পারব।’

শামসুজ্জামান দুদু বলেন, ‘এখানকার যারা নেতাকর্মী আছেন, যারা সংগঠক আছেন তাদের কাছ থেকে আমরা স্থানীয় সমস্যা, স্থানীয় কথা, রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়গুলো জানতে চাই। এসব বিবেচনায় সাংগঠনিক সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেন।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন প্রমুখ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পাঁচ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

স্বাধীনতাবিরোধী শক্তি আর ফ্যাসিবাদী সহযোগীর মিলনে গণতন্ত্র পরিপুষ্ট হবে না : দুদু

প্রকাশের সময় : ০৪:০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : 

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি আর ফ্যাসিবাদী সহযোগীর মিলনে গণতন্ত্র পরিপুষ্ট হবে না। মেরুকরণ যাই হোক জনগণ যেটিকে অনুমোদন করবে আমরা মনে করি সেটাই হবে গণতন্ত্র।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে জেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেওয়ার আগে শিল্পকলা একাডেমি চত্বরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

দুদু বলেন, ‘বিএনপি ১৭ বছর ধরে লড়াই করছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, গণতন্ত্রের প্রত্যাশায়, স্বাধীনতার প্রত্যাশায় ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশায়। আমরা (বিএনপি) বাংলাদেশটাকে গণতান্ত্রিক ধারায় ফেরত আনতে চাই। আমরা মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে চাই।

তিনি বলেন, ‘এই যে লড়াই ১৭ বছরের, সেই লড়াই যাতে আরও সুপ্রতিষ্ঠিত হয়, সেজন্য সারাদেশে বিভিন্ন জেলায়, থানায় ও উপজেলায়, যেখানে সম্মেলন হয়নি, সাংগঠনিকভাবে পিছিয়ে রয়েছে, যদিও ঠাকুরগাঁও জেলাতে সাংগঠনিক তৎপরতা নির্ধারিতভাবে হয়েছে; এরই মধ্যে একটি থানার সম্ভবত সম্মেলন হয়েছে, আর আগামী মাসেই আমরা ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন করতে পারব।’

শামসুজ্জামান দুদু বলেন, ‘এখানকার যারা নেতাকর্মী আছেন, যারা সংগঠক আছেন তাদের কাছ থেকে আমরা স্থানীয় সমস্যা, স্থানীয় কথা, রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়গুলো জানতে চাই। এসব বিবেচনায় সাংগঠনিক সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেন।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন প্রমুখ।