ফরিদপুর জেলা প্রতিনিধি :
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান বলেন, স্বপ্নের পদ্মা সেতু আজ শুধু পদ্মা সেতুই নয়, প্রতিবাদের ভাষা। স্বপ্নের পদ্মা সেতু আজ বাঙালি জাতির উন্নয়নের প্রতীক। এই পদ্মা সেতু দিয়েই শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছিলেন যে, বিশ্ব মোড়লের ধার এই বাঙালি জাতি কখনো ধারে না, কখনো ধারবেও না।
শনিবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে ফরিদপুর শহরের টেপাখোলা মহল্লায় টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধনকালে এ কথা বলেন। ফরিদপুর জেলা পরিষদের মালিকানাধীন টেপাখোলা লেক উন্নয়নে দুইশো কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই প্রকল্প বাস্তবায়ন করছে।
তিনি রহমান বলেন, কেনিয়ার মানুষ বারাক ওবামার কাছে জানতে চেয়েছিল, কেনিয়ার উন্নয়নের জন্য তারা কী অনুসরণ করবে। সেদিন বারাক ওবামা বলেছিলেন, এই দেশের যদি উন্নয়ন করতে হয় তবে শেখ হাসিনার দিকে তাকাও, বাংলাদেশের মানুষের দিকে তাকাও।
আব্দুর রহমান বলেন, শেখ হাসিনা তার বাবার মতো জীবন দিতেও প্রস্তুত। এভাবেই তিনি বিরামহীন যাত্রায় ছুটে চলছেন। এই বিরামহীন যাত্রায় তিনি আজ বাংলাদেশকে কোথায় নিয়েছেন এটা স্কুলের ছাত্র, মাঠের কৃষক, কারখানার শ্রমিক সবাই জানে। বাংলাদেশের এই সীমারেখা তিনি অতিক্রম করে বিশ্ব রাজনীতির মঞ্চে আজ সমাদৃত।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ফরিদপুরবাসীর স্বপ্ন পূরণের রাস্তা সুগম হবে খুব শিগগিরই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুইশো কোটি টাকা ব্যয়ে টেপাখোলা লেক সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছেন। এই টেপাখোলা লেককে কেন্দ্র করেই গড়ে উঠবে ফরিদপুরের নতুন উপশহর।
তিনি বলেন, আজকে আমাদের এখানে প্রায় সবারই স্মৃতি বিজড়িত টেপাখোলা লেক পাড়ের উদ্বোধন অনুষ্ঠান প্রাণের মেলায় মিলিত হয়েছে। আমি আজকে অত্যন্ত আনন্দিত। কারণ ফরিদপুর জেলার তিনজন মাননীয় সংসদ সদস্য এখানে উপস্থিত আছেন। পৃথিবীর মানুষের মুখে, মোড়লদের মুখে ছাই দিয়ে এদেশের মানুষকে বঙ্গবন্ধু টানেল উপহার দিয়েছেন শেখ হাসিনা।
তিনি আরও বলেন, আজ এই লেকটি যখন পাড়ি দেই আমি আমার সভাপতি শামীমকে জিজ্ঞেস করছিলাম। লেক কোথায়? ও বলছিল এটাই তো লেক। সত্যিই আমি খুব আহত হয়েছি লেক দেখে। কিন্তু প্রধানমন্ত্রী এই লেক সংস্কারের যাবতীয় পরিকল্পনা হাতে নিয়েছেন, ইনশাল্লাহ টেপাখোলা লেককে আবার আমরা ভরা যৌবনে দেখব। এই টেপাখোলা লেককে ঘিরেই আমাদের নতুন ফরিদপুর উপশহর গড়ে উঠবে।
ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেনের সভাপতিত্বে এ সময় মঞ্চে ফরিদপুর- ২ আসনের সংসদ সদস্য আয়মন আকবর চৌধুরী লাবলু, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ (এ কে আজাদ), ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী, সংরক্ষিত নারী আসনের এমপি ঝর্ণা হাসান, এলজিইডির সাবেক প্রধান শহিদুল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ফরিদপুর জেলা প্রতিনিধি 






















