Dhaka বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুললেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জোটগতভাবে ছেড়ে দেওয়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রুমিন ফারহানার পক্ষে সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বর্তমান ও সাবেক কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ প্রসঙ্গে আলী হোসেন বলেন, দল মূল্যায়ন না করায় রুমিন আপার পক্ষে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তিনি। আপা ঢাকায় বিশেষ কাজে ব্যস্ত থাকায় তার পক্ষে আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি।

এ বিষয়ে জানতে রুমিন ফারহানার ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি। তবে তার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন বলেন, মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি ম্যাডাম জানেন। বিকালে ঢাকা থেকে নিজ বাড়ি সরাইলের শাহবাজপুরের উদ্দেশে রওনা হয়েছেন ম্যাডাম।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকার বলেন, ‘রুমিন ফারহানাসহ আট জন আজ বিকাল পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।’

রুমিন ফারহানা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছেন। এই লক্ষ্যে সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলায় সভা-সমাবেশ করে আসছিলেন। মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আসনটি জোটের সঙ্গীকে ছেড়ে দেওয়ার তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে আসনটিতে ইতিমধ্যে বিএনপির তিন নেতা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এর আগে দুই দফায় বিএনপি ২৭২টি আসনে তাদের প্রার্থী ঘোষণা করলেও আসনটি ফাঁকা রাখা হয়।

ওই দিন বিকালে রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন বলেছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন রুমিন ফারহানা। আসনটি জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে বিএনপি ছেড়ে দেওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন রুমিন।

আসনটিতে বিএনপির প্রার্থীরা ছয়বার নির্বাচনে অংশ নিয়ে প্রতিবারই বিজয়ী হয়েছেন। মাওলানা জুনায়েদ আল হাবিব দলীয় প্রতীক ‘খেজুর গাছ’ নিয়ে নির্বাচন করবেন। বিএনপির মনোনয়ন পেতে অন্তত চার জন প্রার্থী দীর্ঘদিন ধরে মাঠে ছিলেন। তাদের মধ্যে রুমিন ফারহানা এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব ও জেলা বিএনপির সদস্য এসএন তরুণ দে ও জেলা বিএনপির সদস্য আক্তার হোসেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন।

সরাইল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আফজাল হোসেন বলেন, দল মনোনয়ন না দেওয়ায় রুমিন ফারহানা আরও বেশি ভোট পাবেন এবং জয়ী হবেন। উন্নয়নের স্বার্থে আমরা তাকে ভোট দিয়ে সংসদে পাঠাবো।

আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাসেল বিপ্লব বলেন, আমরা আজ রুমিন ফারহানার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আশা করি, এই আসনে জয়ী হবেন রুমিন আপা। কারণ এখানের জনগণ তার পক্ষে আছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

হাদি হত্যা : অভিযুক্ত আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুললেন রুমিন ফারহানা

প্রকাশের সময় : ০৬:০৮:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জোটগতভাবে ছেড়ে দেওয়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রুমিন ফারহানার পক্ষে সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বর্তমান ও সাবেক কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ প্রসঙ্গে আলী হোসেন বলেন, দল মূল্যায়ন না করায় রুমিন আপার পক্ষে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তিনি। আপা ঢাকায় বিশেষ কাজে ব্যস্ত থাকায় তার পক্ষে আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি।

এ বিষয়ে জানতে রুমিন ফারহানার ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি। তবে তার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন বলেন, মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি ম্যাডাম জানেন। বিকালে ঢাকা থেকে নিজ বাড়ি সরাইলের শাহবাজপুরের উদ্দেশে রওনা হয়েছেন ম্যাডাম।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকার বলেন, ‘রুমিন ফারহানাসহ আট জন আজ বিকাল পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।’

রুমিন ফারহানা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছেন। এই লক্ষ্যে সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলায় সভা-সমাবেশ করে আসছিলেন। মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আসনটি জোটের সঙ্গীকে ছেড়ে দেওয়ার তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে আসনটিতে ইতিমধ্যে বিএনপির তিন নেতা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এর আগে দুই দফায় বিএনপি ২৭২টি আসনে তাদের প্রার্থী ঘোষণা করলেও আসনটি ফাঁকা রাখা হয়।

ওই দিন বিকালে রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন বলেছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন রুমিন ফারহানা। আসনটি জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে বিএনপি ছেড়ে দেওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন রুমিন।

আসনটিতে বিএনপির প্রার্থীরা ছয়বার নির্বাচনে অংশ নিয়ে প্রতিবারই বিজয়ী হয়েছেন। মাওলানা জুনায়েদ আল হাবিব দলীয় প্রতীক ‘খেজুর গাছ’ নিয়ে নির্বাচন করবেন। বিএনপির মনোনয়ন পেতে অন্তত চার জন প্রার্থী দীর্ঘদিন ধরে মাঠে ছিলেন। তাদের মধ্যে রুমিন ফারহানা এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব ও জেলা বিএনপির সদস্য এসএন তরুণ দে ও জেলা বিএনপির সদস্য আক্তার হোসেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন।

সরাইল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আফজাল হোসেন বলেন, দল মনোনয়ন না দেওয়ায় রুমিন ফারহানা আরও বেশি ভোট পাবেন এবং জয়ী হবেন। উন্নয়নের স্বার্থে আমরা তাকে ভোট দিয়ে সংসদে পাঠাবো।

আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাসেল বিপ্লব বলেন, আমরা আজ রুমিন ফারহানার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আশা করি, এই আসনে জয়ী হবেন রুমিন আপা। কারণ এখানের জনগণ তার পক্ষে আছেন।