Dhaka রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

স্বতন্ত্র ও বিরোধী প্রার্থীদের বাধা দিলে দলীয় ব্যবস্থা: নানক

নিজস্ব প্রতিবেদক : 

স্বতন্ত্র ও বিরোধী প্রার্থীদের বাধা দেওয়ার বিষয়ে দলের নেতাকর্মীদের সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা ১৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। বাধা দিলে প্রয়োজনে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেন তিনি।

সোমবার (২৫ ডিসেম্বর) ঢাকা-১৩ আসনের মোহাম্মদপুর এলাকার সূচনা কমিউনিটি সেন্টারের সামনে গণসংযোগের সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনে দলের নেতাকর্মীদের সংযত থাকতে হবে। কোনোভাবেই স্বতন্ত্র ও বিরোধী প্রার্থীদের বাধা দেওয়া যাবে না। যদি এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায় তবে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গণসংযোগে ভোটারদের সাড়া দেখে নিজ অনুভূতি প্রকাশ করে নানক বলেন, আমি ভোটারদের যে সাড়া পাচ্ছি তাতে আমি আত্নহারা হয়ে গেছে। মানুষের যে আমার প্রতি এত ভালোবাসা, এত স্নেহ, মায়া ও মমতা, তা দেখে আমি ব্যাকুল হয়ে গিয়েছি। এ এলাকার মানুষের কাছে গত ৫ বছর পরে ফিরে এসে আমি যেন আমার মাতৃকূলে ফিরে এসেছি।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘ভোট দেওয়া নাগরিকের সাংবাধিক অধিকার। বিএনপি-অগ্নিসন্ত্রাস করে মানুষের সাংবিধানিক অধিকার হরণ করতে পারবে না।’

সকালে ২৯নং ওয়ার্ড-এর সূচনা কমিউনিটি সেন্টার সামনে থেকে গণসংযোগ শুরু করেন নানক। এ সময় তার বিপুল কর্মী ও সমর্থক ওই গণসংযোগে অংশ নেন। নৌকা নৌকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। একটি খোলা জিপে নানক জনসাধারণের উদ্দেশে অভিবাদন জানান।

পরে সূচনা কমিউনিটি সেন্টার থেকে রিং রোড হয় তাজমহল রোডে গণসংযোগ করেন নানক। এ সময় উৎফুল্ল সাধারণ জনতা পুস্পবৃষ্টির মাধ্যমে নৌকার এ প্রার্থীকে বরণ করে নেয়। এর পর ওই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে সালাম জানিয়ে নৌকায় ভোট চান আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা।

এদিকে নানকের গণসংযোগে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেক সাধারণ মানুষও ঘর থেকে বের হয়ে নৌকার এ প্রার্থীকে সালাম জানান। অনেকে ওই এলাকার গতবারের এ সংসদ সদস্যকে একবার দেখতে রাস্তায় নেমে আসেন। এ সময় সাধারণ ভোটারদের মধ্যে ভোট দেওয়ার আশাবাদ লক্ষ্য করা গেছে।

গণসংযোগে মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদসহ ওয়ার্ডের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগসহ অন্য সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আগৈলঝাড়ায় ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি ঝুঁকিপূর্ণ

স্বতন্ত্র ও বিরোধী প্রার্থীদের বাধা দিলে দলীয় ব্যবস্থা: নানক

প্রকাশের সময় : ০৩:১৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

স্বতন্ত্র ও বিরোধী প্রার্থীদের বাধা দেওয়ার বিষয়ে দলের নেতাকর্মীদের সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা ১৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। বাধা দিলে প্রয়োজনে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেন তিনি।

সোমবার (২৫ ডিসেম্বর) ঢাকা-১৩ আসনের মোহাম্মদপুর এলাকার সূচনা কমিউনিটি সেন্টারের সামনে গণসংযোগের সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনে দলের নেতাকর্মীদের সংযত থাকতে হবে। কোনোভাবেই স্বতন্ত্র ও বিরোধী প্রার্থীদের বাধা দেওয়া যাবে না। যদি এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায় তবে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গণসংযোগে ভোটারদের সাড়া দেখে নিজ অনুভূতি প্রকাশ করে নানক বলেন, আমি ভোটারদের যে সাড়া পাচ্ছি তাতে আমি আত্নহারা হয়ে গেছে। মানুষের যে আমার প্রতি এত ভালোবাসা, এত স্নেহ, মায়া ও মমতা, তা দেখে আমি ব্যাকুল হয়ে গিয়েছি। এ এলাকার মানুষের কাছে গত ৫ বছর পরে ফিরে এসে আমি যেন আমার মাতৃকূলে ফিরে এসেছি।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘ভোট দেওয়া নাগরিকের সাংবাধিক অধিকার। বিএনপি-অগ্নিসন্ত্রাস করে মানুষের সাংবিধানিক অধিকার হরণ করতে পারবে না।’

সকালে ২৯নং ওয়ার্ড-এর সূচনা কমিউনিটি সেন্টার সামনে থেকে গণসংযোগ শুরু করেন নানক। এ সময় তার বিপুল কর্মী ও সমর্থক ওই গণসংযোগে অংশ নেন। নৌকা নৌকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। একটি খোলা জিপে নানক জনসাধারণের উদ্দেশে অভিবাদন জানান।

পরে সূচনা কমিউনিটি সেন্টার থেকে রিং রোড হয় তাজমহল রোডে গণসংযোগ করেন নানক। এ সময় উৎফুল্ল সাধারণ জনতা পুস্পবৃষ্টির মাধ্যমে নৌকার এ প্রার্থীকে বরণ করে নেয়। এর পর ওই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে সালাম জানিয়ে নৌকায় ভোট চান আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা।

এদিকে নানকের গণসংযোগে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেক সাধারণ মানুষও ঘর থেকে বের হয়ে নৌকার এ প্রার্থীকে সালাম জানান। অনেকে ওই এলাকার গতবারের এ সংসদ সদস্যকে একবার দেখতে রাস্তায় নেমে আসেন। এ সময় সাধারণ ভোটারদের মধ্যে ভোট দেওয়ার আশাবাদ লক্ষ্য করা গেছে।

গণসংযোগে মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদসহ ওয়ার্ডের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগসহ অন্য সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।