Dhaka বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

স্পেনে নাইটক্লাবে ভয়াবহ আগুনে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক : 

স্পেনের দক্ষিণাঞ্চলের মুরিকায় একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগুনে পুড়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও চারজন। প্রাথমিক অবস্থায় ছয়জনের মৃত্যুর কথা বলা হয়েছিল। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (১ অক্টোবর) ভোরে ওই ক্লাবটিতে আগুন লাগে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিস এক বিবৃতিতে জরুরি সেবাদানকারী সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ছয়টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় তারা এবং কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় তল্লাশি চালিয়ে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় মেয়র জস ব্যালেস্তা তিন দিনের শোক ঘোষণা করেছেন। ফায়ার সার্ভিসের ৪০ জনের বেশি সদস্য ও ১২টি জরুরি সেবাদানকারী যান উদ্ধারকাজে অংশ নেয়।

ভেতরে প্রবেশ করেই প্রথমে চারটি মরদেহ খুঁজে পান উদ্ধারকারীরা। এর ৪০ মিনিট পর আরও দুটি মরদেহ উদ্ধার করেন তারা। এরপর উদ্ধারকারীরা আরও কয়েকজনকে মৃত অবস্থায় বাইরে নিয়ে আসেন।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে ফায়ার সার্ভিস তাদের ওয়েবসাইটে জানিয়েছে, এখনো সেখানে উদ্ধার অভিযান চলছে।

আগুন লেগে যে চারজন আহত হয়েছেন তাদের মধ্যে দুজন হলেন নারী আর দুজন হলেন পুরুষ। নারীদের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে হবে। আর আহত দুজন পুরুষের বয়স ৪০ বছরের কাছাকাছি হবে।

ফায়ার সার্ভিসের প্রকাশিত ছবিতে দেখা যায়, ভবনের ছাদের অংশ দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে এবং উদ্ধারকারীরা ফায়ার ট্রাক থেকে হোস পাইপ দিয়ে পানি ছিটিয়ে যাচ্ছেন।

এদিকে আগুন লাগার খবর শোনার পরই সেখানে ছুটে যান স্পেনের ভাইস প্রেসিডেন্ট এবং স্বরাষ্ট্রমন্ত্রী হোসে আনহেল আন্তেলো। সূত্র: এএফপি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

স্পেনে নাইটক্লাবে ভয়াবহ আগুনে নিহত ১৩

প্রকাশের সময় : ১১:২৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

স্পেনের দক্ষিণাঞ্চলের মুরিকায় একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগুনে পুড়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও চারজন। প্রাথমিক অবস্থায় ছয়জনের মৃত্যুর কথা বলা হয়েছিল। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (১ অক্টোবর) ভোরে ওই ক্লাবটিতে আগুন লাগে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিস এক বিবৃতিতে জরুরি সেবাদানকারী সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ছয়টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় তারা এবং কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় তল্লাশি চালিয়ে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় মেয়র জস ব্যালেস্তা তিন দিনের শোক ঘোষণা করেছেন। ফায়ার সার্ভিসের ৪০ জনের বেশি সদস্য ও ১২টি জরুরি সেবাদানকারী যান উদ্ধারকাজে অংশ নেয়।

ভেতরে প্রবেশ করেই প্রথমে চারটি মরদেহ খুঁজে পান উদ্ধারকারীরা। এর ৪০ মিনিট পর আরও দুটি মরদেহ উদ্ধার করেন তারা। এরপর উদ্ধারকারীরা আরও কয়েকজনকে মৃত অবস্থায় বাইরে নিয়ে আসেন।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে ফায়ার সার্ভিস তাদের ওয়েবসাইটে জানিয়েছে, এখনো সেখানে উদ্ধার অভিযান চলছে।

আগুন লেগে যে চারজন আহত হয়েছেন তাদের মধ্যে দুজন হলেন নারী আর দুজন হলেন পুরুষ। নারীদের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে হবে। আর আহত দুজন পুরুষের বয়স ৪০ বছরের কাছাকাছি হবে।

ফায়ার সার্ভিসের প্রকাশিত ছবিতে দেখা যায়, ভবনের ছাদের অংশ দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে এবং উদ্ধারকারীরা ফায়ার ট্রাক থেকে হোস পাইপ দিয়ে পানি ছিটিয়ে যাচ্ছেন।

এদিকে আগুন লাগার খবর শোনার পরই সেখানে ছুটে যান স্পেনের ভাইস প্রেসিডেন্ট এবং স্বরাষ্ট্রমন্ত্রী হোসে আনহেল আন্তেলো। সূত্র: এএফপি।