বোয়ালমারী প্রতিনিধি :
প্রেম করে বিয়ে, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খুশিতে এক মণ দুধ দিয়ে গোসল করলেন মো. সিরাজ শেখ (৩৩) নামের এক যুবক।
শুক্রবার (১২ মে) বিকেলে এ ঘটনা ঘটে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখির গ্রামে।
সিরাজ শেখ বাইখির গ্রামের মজিবর শেখের ছেলে। পেশায় তিনি একজন অটোরিকশা মেকানিক। দুধ দিয়ে গোসল করে নিজেকে শুদ্ধ দাবি করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তিনি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, মো. সিরাজ শেখ একই এলাকার আফসার শেখের মেয়ে ইতি বেগমকে (২৮) বিয়ে করেন। ১৩ বছরের সংসার জীবনে তাদের ১১ বছরের একটি ছেলে রয়েছে। দুই বছর আগে স্বামীর অমতে স্থানীয় একটি ফিজিওথেরাপি ক্লিনিকে চাকরি নেন ওই নারী। এ নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন স্বামী স্ত্রী। এ নিয়ে একাধিকবার সালিশও হয়। পরে বাবার বাড়ি চলে গিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে যৌতুক, নারী নির্যাতনের অভিযোগ দিয়ে আদলতে একটি মামলা করেন। দেড় বছর মামলা চলার পর তিন লাখ টাকার বিনিময়ে তাদের বিচ্ছেদ হয়। স্ত্রীকে তিন লাখ টাকা দিয়ে সন্তানকে নিয়ে বাড়ি চলে আসেন সিরাজ। বিচ্ছেদের পর আইনি ঝামেলা থেকে মুক্তি পেয়ে এক মণ দুধ দিয়ে গোসল করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তিনি।
এ বিষয়ে মো. সিরাজ শেখ বলেন, বিয়ের পর কয়েক বছর পর থেকে সংসারে অশান্তি বাড়তে থাকে। সে আমার নামে মামলা করে হয়রানি করতে থাকে। মামলার একপর্যায়ে নিয়ত করি স্ত্রীর হাত থেকে মুক্তি পেলে এক মণ দুধ দিয়ে গোসল করব। নিয়ত পূর্ণ করলাম এবং এ বছরেই ওমরাহ্ হজ পালন করব।
তবে এনিয়ে ইতির পরিবার কোনো কথা বলতে রাজি না হওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চতুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, সিরাজ ও ইতির বিবাহ বিচ্ছেদ হয়। এ ঘটনা থেকে নিষ্পত্তির কারণে সিরাজ দুধ দিয়ে গোসল করেছেন।