মানুষ কতোটা পাষান হতে পারে? রক্তাক্ত অবস্থায় পড়ে আছে স্ত্রী। রক্তে ভেসে যাচ্ছে মেঝে। অথচ নির্বিকার স্বামী পাশে বসেই মোবাইলে গেম খেলায় মত্ত। সোমবার এমন দৃশ্য ধরা পড়েছে ভারতের যোধপুরের বিজেএস কলোনি এলাকায়।
পুলিশ বলছে, গত রবিবার রাতে আক্রান্ত শিব কানওয়ারের সঙ্গে তার স্বামী বিক্রম সিংয়ের ঝগড়া হয়। ওই দম্পতির মধ্যে ঝগড়া লেগেই থাকত। তাদের মধ্যে অশান্তির আঁচ পেতেন প্রতিবেশীরাও। গত রবিবার ঝামেলা চরমে ওঠে তাদের মধ্যে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পর দেখে, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন ওই নারী। তার স্বামী নির্বিকারভাবে স্ত্রীর পাশে বসে মোবাইলে ভিডিও গেম খেলছিলেন।
আরও পড়ুন : বর ফুটবলার কনে ক্রিকেটার
পুলিশ সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে আক্রান্ত শিব কানওয়ারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে গিয়ে স্বামীকে ওই অবস্থায় দেখে আমরা অবাক হয়েছি। সম্ভবত কাঁচি দিয়ে একাধিকবার স্ত্রীকে আঘাত করেছে তার স্বামী।
স্ত্রী শিব ছিলেন সংসারের একমাত্র উপার্জনকারী। তিনি সেলাই মেশিন চালিয়ে সংসার চালাতেন। স্বামী বিশেষ কোনো কাজ করনে না। তা নিয়ে সবসময় অশান্তি লেগে থাকত। ঘটনার সময় তাদের দুই সন্তান ঘটনাস্থলে ছিল না।
সূত্র: এনডিটিভি