Dhaka শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী আটক

জয়পুরহাট জেলা প্রতিনিধি : 

জয়পুরহাটের পুরানাপৈল ইউনিয়নে পারিবারিক কলহের জেওে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে ওই ইউনিয়নের তাজপুর গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহতের নাম রোকেয়া বেগম (৪৫) এবং অভিযুক্ত স্বামী জহির উদ্দিন (৫৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রতিবেশীরা রোকেয়ার মরদেহ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থলেই অভিযুক্ত স্বামীকে আটক করে।

পুলিশ জানায়, দাম্পত্য জীবনে কলহ ও স্ত্রীর প্রতি স্বামীর সন্দেহ থেকেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

এ বিষয়ে জয়পুরহাট সদর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর প্রতি সন্দেহ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে। আটক আসামিকে থানায় রাখা হয়েছে। ঘটনার পেছনে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, দাম্পত্য সমস্যার শান্তিপূর্ণ সমাধান রয়েছে। কাউকে আইন নিজের হাতে নেওয়ার অধিকার নেই। আইন অনুযায়ী অপরাধীর বিচার হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সুনামগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী আটক

প্রকাশের সময় : ০১:২৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

জয়পুরহাট জেলা প্রতিনিধি : 

জয়পুরহাটের পুরানাপৈল ইউনিয়নে পারিবারিক কলহের জেওে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে ওই ইউনিয়নের তাজপুর গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহতের নাম রোকেয়া বেগম (৪৫) এবং অভিযুক্ত স্বামী জহির উদ্দিন (৫৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রতিবেশীরা রোকেয়ার মরদেহ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থলেই অভিযুক্ত স্বামীকে আটক করে।

পুলিশ জানায়, দাম্পত্য জীবনে কলহ ও স্ত্রীর প্রতি স্বামীর সন্দেহ থেকেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

এ বিষয়ে জয়পুরহাট সদর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর প্রতি সন্দেহ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে। আটক আসামিকে থানায় রাখা হয়েছে। ঘটনার পেছনে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, দাম্পত্য সমস্যার শান্তিপূর্ণ সমাধান রয়েছে। কাউকে আইন নিজের হাতে নেওয়ার অধিকার নেই। আইন অনুযায়ী অপরাধীর বিচার হবে।