Dhaka বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

স্কুল বাস ও গাড়ির সংঘর্ষে ভারতে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে আজ একটি প্রাইভেট কারের সঙ্গে একটি স্কুল বাসের সংঘর্ষে অন্তত ৬জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

স্থানীয় সময় মঙ্গলবার (১১ জুলাই) ভোরে রাহুল বিহারের কাছে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে এই দুটি গাড়ির সংঘর্ষ হয়।

এনডিটিভির খবরে বলা হয়েছে, গজিয়াবাদে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার সকাল ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। অভিযোগ, স্কুলবাসটি ভুল দিকের রাস্তা দিয়ে আসছিল। ফাঁকা রাস্তায় গাড়িটির গতিও ছিল অনেক বেশি। সেই কারণেই বাসের সঙ্গে গাড়ির ধাক্কা লাগে। গাড়িতে ছিলেন আট জন। তাদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে দুই শিশুও। তাদের গাড়ির দরজা কেটে মৃতদেহগুলো বের করা হয়। স্কুল বাসটিতে কোনো শিক্ষার্থী ছিল না।

ট্র্যাফিক পুলিশ এডিসিপি আরকে কুশওয়াহা জানিয়েছেন, গাজিপুর থেকে জ্বালানি ভরে উল্টো দিক দিয়ে আসছিল স্কুলবাসটি। গাড়িটি মিরাটের দিক দিয়ে গুরুগ্রামের দিকে যাচ্ছিল। দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ছ’জনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। দু’জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

গাজিয়াবাদ পুলিশের ডেপুটি কমিশনার দেহাত শুভম প্যাটেল বলেছেন, বাসের চালককে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্র : এনডিটিভি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই : মির্জা ফখরুল

স্কুল বাস ও গাড়ির সংঘর্ষে ভারতে নিহত ৬

প্রকাশের সময় : ০১:৪৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে আজ একটি প্রাইভেট কারের সঙ্গে একটি স্কুল বাসের সংঘর্ষে অন্তত ৬জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

স্থানীয় সময় মঙ্গলবার (১১ জুলাই) ভোরে রাহুল বিহারের কাছে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে এই দুটি গাড়ির সংঘর্ষ হয়।

এনডিটিভির খবরে বলা হয়েছে, গজিয়াবাদে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার সকাল ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। অভিযোগ, স্কুলবাসটি ভুল দিকের রাস্তা দিয়ে আসছিল। ফাঁকা রাস্তায় গাড়িটির গতিও ছিল অনেক বেশি। সেই কারণেই বাসের সঙ্গে গাড়ির ধাক্কা লাগে। গাড়িতে ছিলেন আট জন। তাদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে দুই শিশুও। তাদের গাড়ির দরজা কেটে মৃতদেহগুলো বের করা হয়। স্কুল বাসটিতে কোনো শিক্ষার্থী ছিল না।

ট্র্যাফিক পুলিশ এডিসিপি আরকে কুশওয়াহা জানিয়েছেন, গাজিপুর থেকে জ্বালানি ভরে উল্টো দিক দিয়ে আসছিল স্কুলবাসটি। গাড়িটি মিরাটের দিক দিয়ে গুরুগ্রামের দিকে যাচ্ছিল। দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ছ’জনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। দু’জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

গাজিয়াবাদ পুলিশের ডেপুটি কমিশনার দেহাত শুভম প্যাটেল বলেছেন, বাসের চালককে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্র : এনডিটিভি।