Dhaka শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

স্কুলের সিঁড়িতে মিলল বোমার মতো দুই বস্তু

মেহেরপুর জেলা প্রতিনিধি : 

মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে লাল টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ দুটি বস্তু ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৭ এপ্রিল) সকালে বিদ্যালয়ের একটি ভবনের ৩য় তলা থেকে এ সব সরঞ্জাম উদ্ধার করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফোজিয়ারা খাতুন বলেন, শিক্ষার্থীরা প্রথমে লাল টেপ দিয়ে মোড়ানো ২টি বস্তু দেখতে পেয়ে আমাকে আবগত করে। আমি শিক্ষার্থী ও অন্য শিক্ষকদের সঙ্গে গিয়ে বস্তুগুলো দেখে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানায়। এরপর পুলিশ এসে এগুলো উদ্ধার করে নিয়ে যায়।

এ ঘটনায় গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তু ২টি বস্তু উদ্ধার করে থানায় নিয়ে আসে। সঙ্গে সাদা একটি পলিথিনের ব্যাগ পাওয়া যায়। সেখানে বোমা তৈরির সরঞ্জাম রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এ ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

স্কুলের সিঁড়িতে মিলল বোমার মতো দুই বস্তু

প্রকাশের সময় : ০১:২৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

মেহেরপুর জেলা প্রতিনিধি : 

মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে লাল টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ দুটি বস্তু ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৭ এপ্রিল) সকালে বিদ্যালয়ের একটি ভবনের ৩য় তলা থেকে এ সব সরঞ্জাম উদ্ধার করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফোজিয়ারা খাতুন বলেন, শিক্ষার্থীরা প্রথমে লাল টেপ দিয়ে মোড়ানো ২টি বস্তু দেখতে পেয়ে আমাকে আবগত করে। আমি শিক্ষার্থী ও অন্য শিক্ষকদের সঙ্গে গিয়ে বস্তুগুলো দেখে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানায়। এরপর পুলিশ এসে এগুলো উদ্ধার করে নিয়ে যায়।

এ ঘটনায় গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তু ২টি বস্তু উদ্ধার করে থানায় নিয়ে আসে। সঙ্গে সাদা একটি পলিথিনের ব্যাগ পাওয়া যায়। সেখানে বোমা তৈরির সরঞ্জাম রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এ ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।