Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি অধ্যায়ের ইতি টানছেন রোনালদো!

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:২৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ২৭২ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

সৌদি প্রো লিগ শেষ হতেই ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে আল নাসরের জার্সি পরা একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘‘এই অধ্যায়ের এখানেই শেষ।’’ তার এমন মন্তব্য নতুন ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনা জোরালো করেছে।

সোমবার (২৬ মে) আল-নাসর ৩-২ গোলে হার মানে আল-ফাতেহর কাছে। প্রথমার্ধে হেড থেকে একটি গোল করেন রোনালদো। যা ছিল তার ক্লাব ফুটবল ক্যারিয়ারে তার ৮০০তম গোল। আল নাসরের হয়ে এটি ছিল ৯৯তম গোল। চলতি মৌসুমে সৌদি প্রো লিগে সর্বোচ্চ ২৪ গোল করে তিনি লিগের শীর্ষ গোলদাতা হয়েছেন।

২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি ক্লাব আল-নাসরে যোগ দেন রোনালদো। দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ২০২৪ সালের জুনে। এর মধ্যে ক্লাবটি এশিয়ান চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেছে এবং প্রো লিগ শেষ করেছে তৃতীয় স্থানে থেকে।

অন্যদিকে ১৪ জুন থেকে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ। আল-নাসর এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে না। তবে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, রোনালদোকে নিয়ে কয়েকটি ক্লাবের সঙ্গে আলোচনা চলছে। ট্রান্সফার উইন্ডো চলবে ১ থেকে ১০ জুন পর্যন্ত, যেখানে অংশগ্রহণকারী ক্লাবগুলো নতুন খেলোয়াড় দলে নিতে পারবে।

ইতোমধ্যে লিওনেল মেসি নিশ্চিত করেছেন, তিনি ইন্টার মিয়ামির হয়ে ক্লাব বিশ্বকাপে অংশ নিচ্ছেন। রোনালদোর নতুন গন্তব্য এখনও নিশ্চিত নয়। তবে ফিফা সভাপতি জানিয়েছেন, রোনালদো চাইলে অন্য কোনো ক্লাবের হয়ে এই টুর্নামেন্টে অংশ নিতে পারেন।

সামাজিক মাধ্যমে রোনালদোর বার্তা অনুযায়ী, তার ক্লাব ক্যারিয়ারের বর্তমান অধ্যায় শেষের পথে হলেও ভবিষ্যৎ নিয়ে কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। পরিস্থিতি বিবেচনায় ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই তার নতুন ক্লাব ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পরে থাকতে হবে : তারেককে ইঙ্গিত করে পাটওয়ারী

সৌদি অধ্যায়ের ইতি টানছেন রোনালদো!

প্রকাশের সময় : ০৬:২৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

সৌদি প্রো লিগ শেষ হতেই ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে আল নাসরের জার্সি পরা একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘‘এই অধ্যায়ের এখানেই শেষ।’’ তার এমন মন্তব্য নতুন ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনা জোরালো করেছে।

সোমবার (২৬ মে) আল-নাসর ৩-২ গোলে হার মানে আল-ফাতেহর কাছে। প্রথমার্ধে হেড থেকে একটি গোল করেন রোনালদো। যা ছিল তার ক্লাব ফুটবল ক্যারিয়ারে তার ৮০০তম গোল। আল নাসরের হয়ে এটি ছিল ৯৯তম গোল। চলতি মৌসুমে সৌদি প্রো লিগে সর্বোচ্চ ২৪ গোল করে তিনি লিগের শীর্ষ গোলদাতা হয়েছেন।

২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি ক্লাব আল-নাসরে যোগ দেন রোনালদো। দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ২০২৪ সালের জুনে। এর মধ্যে ক্লাবটি এশিয়ান চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেছে এবং প্রো লিগ শেষ করেছে তৃতীয় স্থানে থেকে।

অন্যদিকে ১৪ জুন থেকে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ। আল-নাসর এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে না। তবে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, রোনালদোকে নিয়ে কয়েকটি ক্লাবের সঙ্গে আলোচনা চলছে। ট্রান্সফার উইন্ডো চলবে ১ থেকে ১০ জুন পর্যন্ত, যেখানে অংশগ্রহণকারী ক্লাবগুলো নতুন খেলোয়াড় দলে নিতে পারবে।

ইতোমধ্যে লিওনেল মেসি নিশ্চিত করেছেন, তিনি ইন্টার মিয়ামির হয়ে ক্লাব বিশ্বকাপে অংশ নিচ্ছেন। রোনালদোর নতুন গন্তব্য এখনও নিশ্চিত নয়। তবে ফিফা সভাপতি জানিয়েছেন, রোনালদো চাইলে অন্য কোনো ক্লাবের হয়ে এই টুর্নামেন্টে অংশ নিতে পারেন।

সামাজিক মাধ্যমে রোনালদোর বার্তা অনুযায়ী, তার ক্লাব ক্যারিয়ারের বর্তমান অধ্যায় শেষের পথে হলেও ভবিষ্যৎ নিয়ে কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। পরিস্থিতি বিবেচনায় ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই তার নতুন ক্লাব ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।