আন্তর্জাতিক ডেস্ক :
সোমালিয়ার রাজধানী মোগাদিশুর এক রেস্তোরাঁর সামনে গাড়ি বোমা বিস্ফোরণে পাঁচজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
রোববার (১৪ জুলাই) এ ঘটনা ঘটে। ক্যাফেতে ওই সময় ফুটবলভক্তরা ইউরো ২০২৪–এর ফাইনাল ম্যাচ উপভোগ করছিলেন।
পুলিশ জানিয়েছে, রোববার রাতে খরিদ্দাররা ইউরো ২০২৪ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখছিলেন, তখনই ঘটে বিস্ফোরণ।
এই বিস্ফোরণের জন্য দেশটির কট্টরপন্থি ইসলামি বিদ্রোহীদের দায় দিয়েছেন তারা।
রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণে ১০টি গাড়ির ধ্বংস হওয়ার পাশাপাশি নিকটবর্তী বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির প্রেসিডেন্ট প্রাসাদের কাছে অত্যন্ত সুরক্ষিত একটি এলাকায় হামলাটি চালানো হয়।
দেশটির কট্টরপন্থি বিদ্রোহী গোষ্ঠী আল শাবাব হামলার দায় স্বীকার করেছে। নিজেদের এক রেডিও স্টেশনের মাধ্যমে তারা বলেছে, এমন একটি স্থান লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে যেখানে নিরাপত্তা বাহিনী ও সরকারি কর্মীরা রাতে মিলিত হয়।
ইসলামপন্থি এই গোষ্ঠীটি একসময় সোমালিয়ার অধিকাংশ অঞ্চল নিজেদের শাসনাধীনে এনেছিল। সোমালিয়ায় কঠোর ইসলামি শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য বছরের পর বছর ধরে লড়াই করে আসছে তারা।
এই বিদ্রোহীরা সরকারি বাহিনী ও তাদের মিত্রদের কাছে বহু অঞ্চলের নিয়ন্ত্রণ হারানো সত্ত্বেও গত দুই বছর ধরে প্রায়ই মোগাদিশুতে ও কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকা অন্য অঞ্চলগুলোতে অভিযান ও প্রাণঘাতী হামলা চালিয়ে আসছে।