Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সোনা পাচারের সময় এয়ার ইন্ডিয়ার ক্রু গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : 

সোনা পাচারের অভিযোগে ভারতের এয়ার ইন্ডিয়ার একজন কেবিন ক্রুকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

বুধবার (৮ মার্চ) ভারতের কোচি বিমানবন্দর থেকে কাস্টমস কর্মকর্তারা তাকে গ্রেফতার করেন। ওই কেবিন ক্রুর নাম শফিক। তার কাছ থেকে ১৪৮৭ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

কাস্টমস প্রিভেনটিভ কমিশনারেটের কাছে গোপন খবর আসে, বাহরাইন-কোজিকোদ-কোচি রুটের এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের কেবিন ক্রু সোনা বহন করছেন। ফুল হাতা শার্ট পরিহিত ওই ক্রু দুই হাত পলিথিনে পেঁচিয়ে তার মধ্যে ১ কেজি ৪৮৭ গ্রাম সোনা পাচারের চেষ্টা করছিলেন।

কোচি বিমানবন্দরে নামার পর গ্রিন চ্যানেল পার হওয়ার সময় বিমানবন্দরে দায়িত্বরত কর্মকর্তারা তার কাছ থেকে সোনাগুলো জব্দ করেছে।

চেন্নাই কাস্টমস জানিয়েছে, সিঙ্গাপুর থেকে আগত দুই যাত্রীকে বুধবার (৮ মার্চ) চেন্নাই বিমানবন্দরে ৩.৩২ কোটি রুপি (প্রায় ৪ কোটি ২৪ লাখ টাকা) মূল্যের ৬.৮ কেজি ওজনের সোনা বহন করার জন্য গ্রেফতার করা হয়েছিল।

গ্রেফতার হওয়া ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সূত্র : এনডিটিভি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মহিপুরে পাঁচ কিমি কাঁচা সড়কে হাঁটুজল, দুর্ভোগে পথচারী

সোনা পাচারের সময় এয়ার ইন্ডিয়ার ক্রু গ্রেফতার

প্রকাশের সময় : ০২:১৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

সোনা পাচারের অভিযোগে ভারতের এয়ার ইন্ডিয়ার একজন কেবিন ক্রুকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

বুধবার (৮ মার্চ) ভারতের কোচি বিমানবন্দর থেকে কাস্টমস কর্মকর্তারা তাকে গ্রেফতার করেন। ওই কেবিন ক্রুর নাম শফিক। তার কাছ থেকে ১৪৮৭ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

কাস্টমস প্রিভেনটিভ কমিশনারেটের কাছে গোপন খবর আসে, বাহরাইন-কোজিকোদ-কোচি রুটের এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের কেবিন ক্রু সোনা বহন করছেন। ফুল হাতা শার্ট পরিহিত ওই ক্রু দুই হাত পলিথিনে পেঁচিয়ে তার মধ্যে ১ কেজি ৪৮৭ গ্রাম সোনা পাচারের চেষ্টা করছিলেন।

কোচি বিমানবন্দরে নামার পর গ্রিন চ্যানেল পার হওয়ার সময় বিমানবন্দরে দায়িত্বরত কর্মকর্তারা তার কাছ থেকে সোনাগুলো জব্দ করেছে।

চেন্নাই কাস্টমস জানিয়েছে, সিঙ্গাপুর থেকে আগত দুই যাত্রীকে বুধবার (৮ মার্চ) চেন্নাই বিমানবন্দরে ৩.৩২ কোটি রুপি (প্রায় ৪ কোটি ২৪ লাখ টাকা) মূল্যের ৬.৮ কেজি ওজনের সোনা বহন করার জন্য গ্রেফতার করা হয়েছিল।

গ্রেফতার হওয়া ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সূত্র : এনডিটিভি।