নিজস্ব প্রতিবেদক :
দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনে যাত্রীবাহী সোনার বাংলা এক্সপ্রেসের ধাক্কার ঘটনায় সোনার বাংলা এক্সপ্রেসের গার্ড, লোকোমাস্টার এবং সহকারী লোকোমাস্টারসহ চারজনকে বরখাস্ত করেছে বাংলাদেশ রেলওয়ে।
সোমবার (১৭ এপ্রিল) দুপুরে রেলপথ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মো. শরিফুল আলম এক ক্ষুদে বার্তায় বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, রোববার (১৬ এপ্রিল) ট্রেন দুর্ঘটনায় সোনার বাংলা ট্রেনের গার্ড আব্দুল কাদের (চট্টগ্রাম ডিভিশন), লোকোমাস্টার মো. জসিম উদ্দিন (ঢাকা হেডকোয়ার্টার), সহকারী লোক মাস্টার মো মহসিন (ঢাকা হেডকোয়ার্টার) ও হাসানপুর স্টেশনের মেইনটেইনার সিগন্যাল ওয়াহিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চট্টগ্রামের বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মো. ইমরানকে আহ্বায়ক করে ৪ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তিন কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটি তাদের তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভুল সিগন্যালের কারণে দ্রুতগতির সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি মেইন লাইন ছেড়ে লুপ লাইনে ঢুকে পড়ে। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনটিকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কোচ মেরামতের জন্য সোম ও মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম রুটের সোনার বাংলা এক্সপ্রেস বন্ধ থাকবে। বুধবার থেকে আবারও ট্রেনটি যথারীতি চলবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
রেলপথ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব যাত্রী যাত্রা বাতিল করতে চান, তারা অনলাইনের মাধ্যমেই টিকিট রিফান্ড করতে পারবেন।
রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী একটি মালবাহী ট্রেন কুমিল্লার হাসানপুর রেলওয়ে স্টেশনে অপেক্ষমাণ ছিল। এ সময় সোনার বাংলা এক্সপ্রেস নামক একটি যাত্রীবাহী ট্রেন মালবাহী ট্রেনটিকে ধাক্কা দেয়। এতে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনায় যাত্রীবাহী ট্রেনের ৪০ জন যাত্রী আহত হন।
এই ঘটনার পর সোনার বাংলা এক্সপ্রেসটির আজকের যাত্রা বাতিল করা হয়েছে। ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের যাত্রীরা বিশেষ বিবেচনায় বুধবার (১৯ এপ্রিল) একই টিকিটের ট্রেনে ভ্রমণ করতে পারবেন। তবে যারা বুধবার (১৯ এপ্রিল) এ ট্রেনে যাবেন না, তারা চাইলে কাল অনলাইনে টিকিট ফেরত দিতে পারবেন।