Dhaka শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে ফুল দেওয়া নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

সোনারগাঁও উপজেলা প্রতিনিধি : 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিজয় স্তম্ভে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সোনারগাঁ উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী নেতাকর্মীরা জানান, বিজয় স্তম্ভে ফুল দেওয়ার জন্য সকাল ১০টায় উপজেলা চত্বরে উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান তাঁর নেতা–কর্মীদের নিয়ে মিছিল করে ফুল দেন। পরে বেলা ১১টায় নেতা–কর্মীদের নিয়ে ফুল দিতে আসেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম। এ সময় মান্নানের লোকজন উপজেলা থেকে বের হওয়ার সময় রেজাউল করিমের লোকজনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুপক্ষের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন।

আহতরা হলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি নেতা মামুন, আব্দুল আলী, সোলায়মান, কবির হোসেন, মাসুদ মিয়া প্রমুখ। তাৎক্ষণিক বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর বলেন, সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিমকে নিয়ে আমরা ফুল দেওয়ার সময় মান্নানের লোকজন পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান জানান, রেজাউল করিম স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির লোকজন নিয়ে আমার নেতা-কর্মীর ওপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে। এতে আমার বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ইটের আঘাতে কয়েকজন আহত হয়েছেন। এ সম্পর্কে জানতে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেনি। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দিতে আসেনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কারের ভবিষ্যৎ পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেব না : নাহিদ ইসলাম

সোনারগাঁয়ে ফুল দেওয়া নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রকাশের সময় : ০৫:২৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

সোনারগাঁও উপজেলা প্রতিনিধি : 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিজয় স্তম্ভে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সোনারগাঁ উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী নেতাকর্মীরা জানান, বিজয় স্তম্ভে ফুল দেওয়ার জন্য সকাল ১০টায় উপজেলা চত্বরে উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান তাঁর নেতা–কর্মীদের নিয়ে মিছিল করে ফুল দেন। পরে বেলা ১১টায় নেতা–কর্মীদের নিয়ে ফুল দিতে আসেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম। এ সময় মান্নানের লোকজন উপজেলা থেকে বের হওয়ার সময় রেজাউল করিমের লোকজনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুপক্ষের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন।

আহতরা হলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি নেতা মামুন, আব্দুল আলী, সোলায়মান, কবির হোসেন, মাসুদ মিয়া প্রমুখ। তাৎক্ষণিক বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর বলেন, সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিমকে নিয়ে আমরা ফুল দেওয়ার সময় মান্নানের লোকজন পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান জানান, রেজাউল করিম স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির লোকজন নিয়ে আমার নেতা-কর্মীর ওপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে। এতে আমার বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ইটের আঘাতে কয়েকজন আহত হয়েছেন। এ সম্পর্কে জানতে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেনি। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দিতে আসেনি।