Dhaka বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৭ শ্রমিক

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : 

নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলার কাঁচপুরে গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে। এতে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন।

সোমবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে সোনারগাঁ উপজেলার কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দগ্ধরা হলেন-মো. মিজান, মো. জাহাঙ্গীর আলম, মো. রিপন, মো. সুলতান, মো. শাহজালাল, জয় ও রাজু ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে রাস্তায় পাইপ সংযোগের কাজ চলছিল। এ সময় পাইপ জোড়া দেওয়ার জন্য ঝালাইয়ের কাজ করতে গেলে গ্যাসে লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সাত শ্রমিক দগ্ধ হন।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, ‘নারায়ণগঞ্জ থেকে মিজান ১৯ শতাংশ, জাহাঙ্গীর আলম ১০ শতাংশ, রিপন ৯ শতাংশ, সুলতা ২০ শতাংশ, শাহজালাল ৭ শতাংশ, জয় ২২ শতাংশ ও রাজু ২ শতাংশ দগ্ধ নিয়ে আমাদের জরুরি বিভাগে আসে। এদের মধ্যে চারজনের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের ভর্তি দেওয়া হয়েছে। আর বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

জনপ্রিয় খবর

আবহাওয়া

সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৭ শ্রমিক

প্রকাশের সময় : ১২:১৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : 

নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলার কাঁচপুরে গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে। এতে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন।

সোমবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে সোনারগাঁ উপজেলার কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দগ্ধরা হলেন-মো. মিজান, মো. জাহাঙ্গীর আলম, মো. রিপন, মো. সুলতান, মো. শাহজালাল, জয় ও রাজু ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে রাস্তায় পাইপ সংযোগের কাজ চলছিল। এ সময় পাইপ জোড়া দেওয়ার জন্য ঝালাইয়ের কাজ করতে গেলে গ্যাসে লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সাত শ্রমিক দগ্ধ হন।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, ‘নারায়ণগঞ্জ থেকে মিজান ১৯ শতাংশ, জাহাঙ্গীর আলম ১০ শতাংশ, রিপন ৯ শতাংশ, সুলতা ২০ শতাংশ, শাহজালাল ৭ শতাংশ, জয় ২২ শতাংশ ও রাজু ২ শতাংশ দগ্ধ নিয়ে আমাদের জরুরি বিভাগে আসে। এদের মধ্যে চারজনের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের ভর্তি দেওয়া হয়েছে। আর বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’