Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সেলফি তুলতে টাকা চাইলেন উরফি জাভেদ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৫৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
  • ১৮৭ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

অদ্ভুত ফ্যাশন সেন্সের জন্য ভাইরাল ভারতের ব্যতিক্রমী মডেল উরফি জাভেদ। নিত্য নতুন স্টাইলে খোলামেলা পোশাকের কারণে তিনি নিয়মিত আলোচনায় থাকেন। যদিও এই পোশাকের কারণেই নানান সমস্যায় পড়েছেন অভিনেত্রী। অদ্ভুত সব পোশাক পরার কারণে ধর্ষণ, এমনকি খুনেরও হুমকি পেয়েছেন তিনি। তারপরেও উরফিকে দেখলে তার সঙ্গে সেলফি তোলার হিড়িক পড়ে যায় ভক্তদের। এ ব্যপারে অবশ্য ভক্তদের নিরাশ করেন না উরফি। এবার মজা করে ছবি তোলার জন্য টাকা চেয়ে বসলেন বিতর্কিত এ তারকা।

কখনো দড়ি, কখনো লতাপাতা আবার কখনো নামমাত্র কাপড় দিয়ে নিজের লজ্জা নিবারণ করে প্রকাশ্যে এসেছেন উরফি। এজন্য বহুবার তাকে বয়কটের দাবি এসেছে নেটিজেনদের থেকে।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে উরফি বিমানবন্দরে ঢুকছেন। পরনে হলুদ কুর্তি। চুলগুলো খোপা করা। উরফিকে দেখে বিমানবন্দরে থাকা সকলেই চমকে যান। মুহূর্তের মধ্যে অভিনেত্রীকে ঘিরে ধরেন অনেকে। সেলফি তোলার আবদার করেন তারা। বেশ কয়েকজনের সঙ্গে ছবিও তোলেন উরফি।

তবে শেষ মুহূর্তে উরফি বলেন, যারা সেলফি তুলছেন তারা পয়সা বের করুন। মজার ছলে এ কথা বলতে বলতে হেঁটে বিমানবন্দরে প্রবেশ করেন উরফি। তার এ মুহূর্তের ভিডিওটি এখন অন্তর্জালে ভাইরাল।

সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্বল্প পোশাকের হট উরফিকে আচমকা দেখে সেখানে উপস্থিত নেটিজনেরা ছবি তোলার প্রতিযোগিতায় নেমে পড়েন।

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস ওটিটি’ শো-তে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। যদিও সেসব এখন অতীত। উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি।

‘বড়ে ভাইয়া কি দুলহানিয়া’ টিভি ধারাবাহিকে অবনি চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি লাভ করেন উরফি জাভেদ। পাশাপাশি ‘মেরি দুর্গা’, ‘বেপানাহ’ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ‘পাঞ্চ বিট’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে দেখা গেছে তাকে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

সেলফি তুলতে টাকা চাইলেন উরফি জাভেদ

প্রকাশের সময় : ০৩:৫৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩

বিনোদন ডেস্ক : 

অদ্ভুত ফ্যাশন সেন্সের জন্য ভাইরাল ভারতের ব্যতিক্রমী মডেল উরফি জাভেদ। নিত্য নতুন স্টাইলে খোলামেলা পোশাকের কারণে তিনি নিয়মিত আলোচনায় থাকেন। যদিও এই পোশাকের কারণেই নানান সমস্যায় পড়েছেন অভিনেত্রী। অদ্ভুত সব পোশাক পরার কারণে ধর্ষণ, এমনকি খুনেরও হুমকি পেয়েছেন তিনি। তারপরেও উরফিকে দেখলে তার সঙ্গে সেলফি তোলার হিড়িক পড়ে যায় ভক্তদের। এ ব্যপারে অবশ্য ভক্তদের নিরাশ করেন না উরফি। এবার মজা করে ছবি তোলার জন্য টাকা চেয়ে বসলেন বিতর্কিত এ তারকা।

কখনো দড়ি, কখনো লতাপাতা আবার কখনো নামমাত্র কাপড় দিয়ে নিজের লজ্জা নিবারণ করে প্রকাশ্যে এসেছেন উরফি। এজন্য বহুবার তাকে বয়কটের দাবি এসেছে নেটিজেনদের থেকে।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে উরফি বিমানবন্দরে ঢুকছেন। পরনে হলুদ কুর্তি। চুলগুলো খোপা করা। উরফিকে দেখে বিমানবন্দরে থাকা সকলেই চমকে যান। মুহূর্তের মধ্যে অভিনেত্রীকে ঘিরে ধরেন অনেকে। সেলফি তোলার আবদার করেন তারা। বেশ কয়েকজনের সঙ্গে ছবিও তোলেন উরফি।

View this post on Instagram

A post shared by Viral Bhayani (@viralbhayani)

তবে শেষ মুহূর্তে উরফি বলেন, যারা সেলফি তুলছেন তারা পয়সা বের করুন। মজার ছলে এ কথা বলতে বলতে হেঁটে বিমানবন্দরে প্রবেশ করেন উরফি। তার এ মুহূর্তের ভিডিওটি এখন অন্তর্জালে ভাইরাল।

সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্বল্প পোশাকের হট উরফিকে আচমকা দেখে সেখানে উপস্থিত নেটিজনেরা ছবি তোলার প্রতিযোগিতায় নেমে পড়েন।

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস ওটিটি’ শো-তে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। যদিও সেসব এখন অতীত। উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি।

‘বড়ে ভাইয়া কি দুলহানিয়া’ টিভি ধারাবাহিকে অবনি চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি লাভ করেন উরফি জাভেদ। পাশাপাশি ‘মেরি দুর্গা’, ‘বেপানাহ’ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ‘পাঞ্চ বিট’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে দেখা গেছে তাকে।