কক্সবাজার জেলা প্রতিনিধি :
দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের সৈকতে ভেসে আসা নাম না জানা নারী ও এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ আগস্ট) সকাল ৮টার দিকে দ্বীপের গলাচিপা ও দক্ষিণপাড়া মুড়ার জঙ্গল এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলেও দুজনের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বলে ধারণা করছেন স্থানীয়রা।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর আহমদ বলেন, সেন্টমার্টিনের ৯ নম্বর ওয়ার্ডের পৃথক দুই জায়গা থেকে এক নারী ও এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা লাশগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। শরীর থেকে মাংস ঝরে যাওয়ায় নিহতদের শনাক্ত করা যাচ্ছে না।
স্থানীয়দের বরাতে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবায়ের সৈয়দ বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুইটি উদ্ধার করেছে। মরদেহগুলো পঁচে অর্ধ-গলিত অবস্থায় রয়েছে। মৃতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাদের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, সপ্তাহখানেক আগে তাদের মৃত্যু হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, জোয়ারের পানিতে ভেসে এসেছে। ঘটনা জানার পর স্থানীয় পুলিশ লাশ দুটি উদ্ধার করে। দেখে রোহিঙ্গা মনে হচ্ছে।
এদিকে গত ৭ আগস্ট মিয়ানমার থেকে মালয়েশিয়াগামী রোহিঙ্গা শরণার্থী বহনকারী নৌকা আকিয়াবের কাছাকাছি সাগরে ডুবে যাওয়ার ঘটনায় ২৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৩০ জন। দুর্ঘটনায় আট জনকে জীবিত উদ্ধার করা হয়।