২৭ বছর আগের হিমায়িত এক ভ্রুণ থেকে এক শিশুর জন্ম হয়েছে। এত পুরনো ভ্রুণ থেকে একজন শিশুর জন্ম নেয়ার ঘটনা বিশে^ বিরল। তার মানে আগে কখনও এমনটি ঘটেনি।
২৮ বছর বয়সী গিবসন নামে এক মার্কিন স্কুলশিক্ষিকা কন্যা সন্তানের মা হয়েছেন।
এখানে বিস্ময়কর ঘটনা হচ্ছে, যে ভ্রূণ থেকে তার মেয়ের জন্ম, ওই ভ্রূণের বয়সই ২৭ বছর। এত পুরনো হিমায়িত ভ্রূণ থেকে মানব শিশু জন্মানোর এটি বিশ্বরেকর্ড।
আরও পড়ুন : পিরামিডের সামনে ‘আপত্তিকর’ ছবি: মিশরে মডেল গ্রেপ্তার
ওই শিশুর নাম রাখা হয়েছে মলি গিবসন। গত অক্টোবরে তার জন্ম হয়। গিবসন দম্পতির সন্তান হচ্ছিল না। মলি গিবসনকে পেয়ে তারা আবেগাপ্লুত।
নক্সভিলে ন্যাশনাল এমব্রয় ডোনেশন সেন্টারে ১৯৯২ সালের অক্টোবরে মলির ভ্রুণ সংরক্ষণ করে রাখা হয়েছিল।
টিনা এবং বেন গিবসন যোগাযোগ করেন ওই সংস্থার সঙ্গে। এই বছর ফেব্রুয়ারিতে টিনা সেই সংরক্ষিত ভ্রুণ থেকে গর্ভবতী হন। মাস খানেক আগে জন্ম দেন কন্যা সন্তানের।
তথ্য সূত্র : বিবিসি