Dhaka বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সুষ্ঠু নির্বাচন না হলে রাষ্ট্র ব্যর্থ হবে: ইসি আনিছুর

নিজস্ব প্রতিবেদক : 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা যাবে না উল্লেখ করে নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, সুষ্ঠু নির্বাচন করতে না পারলে রাষ্ট্র ব্যর্থ হবে।

মঙ্গলবার (২ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক্সিকিউটিভ (নির্বাহী) ম্যাজিস্ট্রেটদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে না পারলে রাষ্ট্র ব্যর্থ হবে। প্রশ্নবিদ্ধ করতে দেওয়া যাবে না এই নির্বাচন। উপস্থিত সবার প্রতি একটাই নির্দেশনা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করা।

ইসি আনিছুর রহমান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা যাবে না। সুষ্ঠু নির্বাচন না হলে আমরা (বাংলাদেশ) সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারি।

নির্বাচন কমিশনার বলেন, ম্যাজিস্ট্রেট ছাড়া সেনাবাহিনী, বিজিবি, কোস্ট গার্ড বাহিনী মুভ করতে পারবে না। ভোট প্রতিহত করতে একটি জোটও সহিংস কর্মসূচি দেবে না।

ইসি আনিছুর রহমান বলেন, মাঠ পর্যায়ে কাজ করা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও পক্ষপাতহীনভাবে কাজ করতে হবে। কোনো দল, মত কারও পক্ষেই কাজ করা যাবে না। আপনারা দেখেছেন এরইমধ্যে একাধিক স্তরের পরিবর্তন, বদলি ও প্রত্যাহার হয়েছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে এই নির্দেশনাই সবাইকে মেনে চলতে হবে।

তিনি বলেন, চলমান রাজনৈতিক প্রক্রিয়ায় কতগুলো দল মিলে তারা নির্বাচন প্রতিহত করার বা অসহযোগিতার অনেক কর্মসূচি তারা দিচ্ছেন। যদিও সর্বশেষ আমরা যেটুকু জানি যে কোনো সহিংস কার্যক্রমে তারা যাবে না। তারপরও আমাদের সামনে উদাহরণ আছে ২০১৪ সালের নির্বাচন। যেখানে ব্যাপক সহিংসতা হয়েছিল। তবে এমন অবস্থা এখনো হয়নি।

তিনি বলেন, অন্য যে কোনো নির্বাচনের চেয়ে এবার সহিংসতা অনেক কম হয়েছে। নাই বললেই চলে। আচরণবিধি লঙ্ঘনও তুলনামূলক কম। তবে আমরা সন্তুষ্ট নই। আমরা মনে করি, আরো কম বা একেবারেই কোনো ঘটনা না ঘটা উচিত ছিল। আর দুইদিন প্রার্থীরা প্রচারণার সুযোগ পাবেন। প্রকাশ্য-প্রচারণা বন্ধ হলে এই সমস্যা আরো কমে আসবে বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার এবং মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মো. মাহমুদুল হোসাইন খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সাজা থেকে খালাস পেলেন জি কে শামীম

সুষ্ঠু নির্বাচন না হলে রাষ্ট্র ব্যর্থ হবে: ইসি আনিছুর

প্রকাশের সময় : ০১:২৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা যাবে না উল্লেখ করে নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, সুষ্ঠু নির্বাচন করতে না পারলে রাষ্ট্র ব্যর্থ হবে।

মঙ্গলবার (২ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক্সিকিউটিভ (নির্বাহী) ম্যাজিস্ট্রেটদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে না পারলে রাষ্ট্র ব্যর্থ হবে। প্রশ্নবিদ্ধ করতে দেওয়া যাবে না এই নির্বাচন। উপস্থিত সবার প্রতি একটাই নির্দেশনা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করা।

ইসি আনিছুর রহমান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা যাবে না। সুষ্ঠু নির্বাচন না হলে আমরা (বাংলাদেশ) সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারি।

নির্বাচন কমিশনার বলেন, ম্যাজিস্ট্রেট ছাড়া সেনাবাহিনী, বিজিবি, কোস্ট গার্ড বাহিনী মুভ করতে পারবে না। ভোট প্রতিহত করতে একটি জোটও সহিংস কর্মসূচি দেবে না।

ইসি আনিছুর রহমান বলেন, মাঠ পর্যায়ে কাজ করা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও পক্ষপাতহীনভাবে কাজ করতে হবে। কোনো দল, মত কারও পক্ষেই কাজ করা যাবে না। আপনারা দেখেছেন এরইমধ্যে একাধিক স্তরের পরিবর্তন, বদলি ও প্রত্যাহার হয়েছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে এই নির্দেশনাই সবাইকে মেনে চলতে হবে।

তিনি বলেন, চলমান রাজনৈতিক প্রক্রিয়ায় কতগুলো দল মিলে তারা নির্বাচন প্রতিহত করার বা অসহযোগিতার অনেক কর্মসূচি তারা দিচ্ছেন। যদিও সর্বশেষ আমরা যেটুকু জানি যে কোনো সহিংস কার্যক্রমে তারা যাবে না। তারপরও আমাদের সামনে উদাহরণ আছে ২০১৪ সালের নির্বাচন। যেখানে ব্যাপক সহিংসতা হয়েছিল। তবে এমন অবস্থা এখনো হয়নি।

তিনি বলেন, অন্য যে কোনো নির্বাচনের চেয়ে এবার সহিংসতা অনেক কম হয়েছে। নাই বললেই চলে। আচরণবিধি লঙ্ঘনও তুলনামূলক কম। তবে আমরা সন্তুষ্ট নই। আমরা মনে করি, আরো কম বা একেবারেই কোনো ঘটনা না ঘটা উচিত ছিল। আর দুইদিন প্রার্থীরা প্রচারণার সুযোগ পাবেন। প্রকাশ্য-প্রচারণা বন্ধ হলে এই সমস্যা আরো কমে আসবে বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার এবং মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মো. মাহমুদুল হোসাইন খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান।