মামলাকারীদের মধ্যে রয়েছেন শাহরুখ খান, সালমান খান, আমির খান, করণ জোহর, যশ রাজ প্রোডাকশন-সহ মোট ৩৮টি সংস্থা। তাঁদের অভিযোগ, সুশান্তের মৃত্যুর তদন্ত নিয়ে কয়েকটি সংবাদমাধ্যম বলিউডের দিকে কাদা ছুড়েছে। সিনেমার সঙ্গে যুক্ত শিল্পী, তারকাদের নিয়ে এই মিডিয়া ট্রায়াল বন্ধ হোক। তাঁদের ব্যক্তিগত জীবনে যখন তখন ঢুকে পড়া, গোপনীয়তার অধিকার খর্ব করা বন্ধ হোক।
বেশ কিছুদিন ধরেই সুশান্তের মৃত্যু নিয়ে বলিউডের দিকে আঙুল তুলেছে বেশ কয়েকটি চ্যানেল। কখনও নেপোটিজম, কখনো মাদক-যোগ এই নিয়ে বেশ কিছুদিন ধরে বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীদের রোষের মুখে পড়তে হচ্ছে। এতদিন এই নিয়ে প্রকাশ্যে কোনও তারকা মন্তব্য করেননি। জয়া বচ্চন সংসদে এই ঘটনার প্রতিবাদ করেছিলেন, তাঁকে সমর্থন করেছিলেন অভিনেত্রী হেমা মালিনী। এমনকী অক্ষয় কুমারও সাধারণ মানুষকে আবেদন করেছিলেন সবাইকে খারাপ না ভাবতে। মুখ খুলেছিলেন তাপসী পান্নুও।
এসব নিয়ে কয়েকদিন ধরেই গরম রয়েছে নেট দুনিয়া। এখন দেখার অপেক্ষা কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়।
সূত্র: এই সময়