Dhaka সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সুর চুরির জন্য এ আর রহমানকে ২ কোটি দেওয়ার নির্দেশ হাইকোর্টের!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:২১:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ২১৮ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

মুক্তির পর বক্স অফিসে শক্ত অবস্থানে ছিল ভারতীয় সিনেমা ‘পন্নিইন সেলভান টু’। সিনেমাটির জনপ্রিয় গান ‘বীরা রাজা বীরা’ ঘিরে কপিরাইট বিতর্কে জড়িয়ে পড়েছেন গুণী সুরকার ও গায়ক এ আর রহমান। দিল্লি হাইকোর্টের নির্দেশে তাকে ও প্রোডাকশন কোম্পানি মাদ্রাজ টকিজকে ২ কোটি রুপি আদালতের তহবিলে জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি মামলার বাদী ফৈয়াজ ওয়াসিফুদ্দিন দাগারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণও দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, ২০২৩ সালে, ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ফৈয়াজ ওয়াসিফুদ্দিন দাগার এই মামলা দায়ের করেন। তার অভিযোগ, ‘বীরা রাজা বীরা’ গানটি তার বাবা নাসির ফৈয়াজুদ্দিন দাগার ও চাচা জাহিরুদ্দিন দাগারের তৈরি বিখ্যাত ‘শিবা স্তুতি’ রচনার সংগীত কাঠামো, তাল এবং সুরের অনুসরণ করে তৈরি হয়েছে। যদিও গানের কথা আলাদা, সংগীতের গঠন প্রায় অভিন্ন বলে দাবি করেছেন দাগার।

বিচারপতি প্রতিভা এম সিং মামলাটি পর্যবেক্ষণ করে জানান, ‘বীরা রাজা বীরা’ গানটি ‘শিবা স্তুতি’র থেকে শুধু অনুপ্রাণিত নয়, বরং সংগীত ও তাল ব্যবহারে অনেকাংশেই এক। যদিও রহমান দাবি করেছেন, ‘শিবা স্তুতি’ একটি সাবেকি ও জনসাধারণের জন্য উন্মুক্ত কম্পোজিশন এবং ‘বীরা রাজা বীরা’ তাদের নিজস্ব মৌলিক সৃষ্টিকর্ম, যেখানে পশ্চিমা সংগীতের ২২৭টি পৃথক স্তর যোগ করা হয়েছে।

আদালত আপাতত মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ আর রহমান ও মাদ্রাজ টকিজকে ২ কোটি রুপি জমা রাখার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে, গানটির অনলাইন প্ল্যাটফর্মে ‘জুনিয়র দাগার ব্রাদার্স’-এর স্বীকৃতি যোগ করারও নির্দেশ দেয়া হয়েছে, যা তারা শুরুতে করেননি।

এই মামলার চূড়ান্ত রায় এখনো ঘোষণা হয়নি। তবে ইতিমধ্যে এ আর রহমানের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুরকারের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ বিনোদন দুনিয়ায় ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ত্রিশাল জিরো পয়েন্ট-হরিরামপুর সড়কটি যেন মরণফাঁদ

সুর চুরির জন্য এ আর রহমানকে ২ কোটি দেওয়ার নির্দেশ হাইকোর্টের!

প্রকাশের সময় : ০৬:২১:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

বিনোদন ডেস্ক : 

মুক্তির পর বক্স অফিসে শক্ত অবস্থানে ছিল ভারতীয় সিনেমা ‘পন্নিইন সেলভান টু’। সিনেমাটির জনপ্রিয় গান ‘বীরা রাজা বীরা’ ঘিরে কপিরাইট বিতর্কে জড়িয়ে পড়েছেন গুণী সুরকার ও গায়ক এ আর রহমান। দিল্লি হাইকোর্টের নির্দেশে তাকে ও প্রোডাকশন কোম্পানি মাদ্রাজ টকিজকে ২ কোটি রুপি আদালতের তহবিলে জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি মামলার বাদী ফৈয়াজ ওয়াসিফুদ্দিন দাগারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণও দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, ২০২৩ সালে, ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ফৈয়াজ ওয়াসিফুদ্দিন দাগার এই মামলা দায়ের করেন। তার অভিযোগ, ‘বীরা রাজা বীরা’ গানটি তার বাবা নাসির ফৈয়াজুদ্দিন দাগার ও চাচা জাহিরুদ্দিন দাগারের তৈরি বিখ্যাত ‘শিবা স্তুতি’ রচনার সংগীত কাঠামো, তাল এবং সুরের অনুসরণ করে তৈরি হয়েছে। যদিও গানের কথা আলাদা, সংগীতের গঠন প্রায় অভিন্ন বলে দাবি করেছেন দাগার।

বিচারপতি প্রতিভা এম সিং মামলাটি পর্যবেক্ষণ করে জানান, ‘বীরা রাজা বীরা’ গানটি ‘শিবা স্তুতি’র থেকে শুধু অনুপ্রাণিত নয়, বরং সংগীত ও তাল ব্যবহারে অনেকাংশেই এক। যদিও রহমান দাবি করেছেন, ‘শিবা স্তুতি’ একটি সাবেকি ও জনসাধারণের জন্য উন্মুক্ত কম্পোজিশন এবং ‘বীরা রাজা বীরা’ তাদের নিজস্ব মৌলিক সৃষ্টিকর্ম, যেখানে পশ্চিমা সংগীতের ২২৭টি পৃথক স্তর যোগ করা হয়েছে।

আদালত আপাতত মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ আর রহমান ও মাদ্রাজ টকিজকে ২ কোটি রুপি জমা রাখার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে, গানটির অনলাইন প্ল্যাটফর্মে ‘জুনিয়র দাগার ব্রাদার্স’-এর স্বীকৃতি যোগ করারও নির্দেশ দেয়া হয়েছে, যা তারা শুরুতে করেননি।

এই মামলার চূড়ান্ত রায় এখনো ঘোষণা হয়নি। তবে ইতিমধ্যে এ আর রহমানের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুরকারের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ বিনোদন দুনিয়ায় ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।