Dhaka বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সুপার ওভারে নিউ জিল্যান্ডকে হারালো শ্রীলঙ্কা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:২৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
  • ১৮৭ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

নাটকীয়তা আর রোমাঞ্চে ভরপুর ম্যাচে ‘টাই’ করতে পারলেও শেষ পর্যন্ত জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি নিউজিল্যান্ড। সুপার ওভারে মাহিশ থিকসানার অনবদ্য বোলিং এগিয়ে রাখে শ্রীলঙ্কাকে। এরপর মূল ম্যাচের ফিফটি করা চারিথ আসালানকা সুপার ওভারেও ছক্কা ও চার মেরে জিতিয়ে দিলেন দলকে। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জয়ের স্বাদ পেয়ে যায় লঙ্কানরা।

বড় টার্গেট তাড়া করতে নেমে শেষ ওভারে জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ১৩ রান। শেষ স্বীকৃত ব্যাটার রাচিন রবীন্দ্র লং অফে ধরা পড়েন দাসুন শানাকার প্রথম বলেই। পরের দুই বলে দুই রান করে নেন নতুন ব্যাটসম্যান সোধি। চতুর্থ বলে বাই থেকে আসে একটি রান, পঞ্চম বলে সিঙ্গেল। এরপর শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল আরও ছয় রান। শ্রীলঙ্কার দিকেই পাল্লা ভারী ছিল। তবে মুহূর্তটা রাঙালেন কিউই ১০ নম্বর ব্যাটার ইশ সোধি। লঙ্কান অধিনায়কের করা শেষ বলটি গ্যালারিতে নিয়ে ফেললেন সোধি।

Charith Asalanka and Kusal Mendis celebrate the win, New Zealand vs Sri Lanka, 1st T20I, Auckland, April 02, 2023

রোমাঞ্চকর ম্যাচটা টাই করতে পারলেও জয় পায়নি স্বাগতিকরা। সুপার ওভারে দারুণ বোলিং করে কেবল ৮ রান দেন মাহিস থিকসানা। মার্ক চাপম্যান একটি চার মারতে পারেন বটে। তবে জিমি নিশাম ও চাপম্যানকে শেষ পর্যন্ত আউট করে দেন থিকসানা। মূল ম্যাচের ঝড়ো ফিফটি করা চারিথ আসালানকা এরপর সুপার ওভারেও ছক্কা ও চার মেরে জিতিয়ে দেন দলকে।

Maheesh Theekshana arrows in a celebration, New Zealand vs Sri Lanka, 1st T20I, Auckland, April 02, 2023

রোববার (২ এপ্রিল) অকল্যান্ডে টস হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৯৬ রান তোলে শ্রীলঙ্কা। যদিও শুরুটা ভালো ছিল না সফরকারীদের।ম্যাচের প্রথম বলেই উইকেটরক্ষক টম লাথামকে ক্যাচ দিয়ে ফিরে যান পাথুম নিশাঙ্কা। তবে এরপর দ্রুতই ঘুরে দাঁড়িয়ে ৪৭ রানের জুটি গড়েন কুশল মেন্ডিস এবং কুশল পেরেরা। যদিওহেনরি শিপলির করা শর্ট বলে ফাইন লেগে রাচিন রবীন্দ্রের হাতে ধরা পড়েন মেন্ডিস। এরপর সাজঘরে ফেরেন ধনঞ্জয়া ডি সিলভাও। তিনি ফিরে যাওয়ার পর ম্যাচের প্রেক্ষাপট বদলে দেন পেরেরা এবং চারিথ আসালঙ্কা। দুজনে জুটি গড়েন ১০৩ রানের। ৪১ বলে দুটি চার ও ছয়টি ছক্কায় ৬৭ রান করেন আসালঙ্কা।

এদিন লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩ রান তুলতেই দুই উইকেট হারায় নিউজিল্যান্ড। প্রথম ওভারে সেফার্টকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন মহেশ থিকসানা। আর দ্বিতীয় ওভারের প্রথম বলে চাদ বাওয়েসকে বোল্ড করেন দিলশান মাদুশাঙ্কা।

Daryl Mitchell shapes to pull, New Zealand vs Sri Lanka, 1st T20I, Auckland, April 02, 2023

দলটির হয়ে সাময়িক বিপর্যয় সামাল দেন লাথাম এবং ড্যারিল মিচেল। এই দুজনের ৬৩ রানের গড়া জুটিতে লড়াইয়ে ফেরে স্বাগতিকরা। আউট হওয়ার আগে ৪৪ বলে ৬৬ রানের কার্যকর ইনিংস খেলেন মিচেল। এরপর শেষ ওভারের নাটকীয়তা এবং শেষ পর্যন্ত রোমাঞ্চের নানা মোড় পেরিয়ে সুপার ওভারে শ্রীলঙ্কার জয়। ঝোড়ো এক ইনিংস খেলায় ম্যাচ-সেরার পুরস্কার পান চারিথ আসালঙ্কা।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ তে এগিয়ে থাকল লঙ্কানরা। ডানেডিনে আগামী বুধবার সিরিজের পরের ম্যাচ।

আবহাওয়া

বদলির চিঠি প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় ৮ কর কর্মকর্তা বরখাস্ত

সুপার ওভারে নিউ জিল্যান্ডকে হারালো শ্রীলঙ্কা

প্রকাশের সময় : ০১:২৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

নাটকীয়তা আর রোমাঞ্চে ভরপুর ম্যাচে ‘টাই’ করতে পারলেও শেষ পর্যন্ত জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি নিউজিল্যান্ড। সুপার ওভারে মাহিশ থিকসানার অনবদ্য বোলিং এগিয়ে রাখে শ্রীলঙ্কাকে। এরপর মূল ম্যাচের ফিফটি করা চারিথ আসালানকা সুপার ওভারেও ছক্কা ও চার মেরে জিতিয়ে দিলেন দলকে। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জয়ের স্বাদ পেয়ে যায় লঙ্কানরা।

বড় টার্গেট তাড়া করতে নেমে শেষ ওভারে জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ১৩ রান। শেষ স্বীকৃত ব্যাটার রাচিন রবীন্দ্র লং অফে ধরা পড়েন দাসুন শানাকার প্রথম বলেই। পরের দুই বলে দুই রান করে নেন নতুন ব্যাটসম্যান সোধি। চতুর্থ বলে বাই থেকে আসে একটি রান, পঞ্চম বলে সিঙ্গেল। এরপর শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল আরও ছয় রান। শ্রীলঙ্কার দিকেই পাল্লা ভারী ছিল। তবে মুহূর্তটা রাঙালেন কিউই ১০ নম্বর ব্যাটার ইশ সোধি। লঙ্কান অধিনায়কের করা শেষ বলটি গ্যালারিতে নিয়ে ফেললেন সোধি।

Charith Asalanka and Kusal Mendis celebrate the win, New Zealand vs Sri Lanka, 1st T20I, Auckland, April 02, 2023

রোমাঞ্চকর ম্যাচটা টাই করতে পারলেও জয় পায়নি স্বাগতিকরা। সুপার ওভারে দারুণ বোলিং করে কেবল ৮ রান দেন মাহিস থিকসানা। মার্ক চাপম্যান একটি চার মারতে পারেন বটে। তবে জিমি নিশাম ও চাপম্যানকে শেষ পর্যন্ত আউট করে দেন থিকসানা। মূল ম্যাচের ঝড়ো ফিফটি করা চারিথ আসালানকা এরপর সুপার ওভারেও ছক্কা ও চার মেরে জিতিয়ে দেন দলকে।

Maheesh Theekshana arrows in a celebration, New Zealand vs Sri Lanka, 1st T20I, Auckland, April 02, 2023

রোববার (২ এপ্রিল) অকল্যান্ডে টস হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৯৬ রান তোলে শ্রীলঙ্কা। যদিও শুরুটা ভালো ছিল না সফরকারীদের।ম্যাচের প্রথম বলেই উইকেটরক্ষক টম লাথামকে ক্যাচ দিয়ে ফিরে যান পাথুম নিশাঙ্কা। তবে এরপর দ্রুতই ঘুরে দাঁড়িয়ে ৪৭ রানের জুটি গড়েন কুশল মেন্ডিস এবং কুশল পেরেরা। যদিওহেনরি শিপলির করা শর্ট বলে ফাইন লেগে রাচিন রবীন্দ্রের হাতে ধরা পড়েন মেন্ডিস। এরপর সাজঘরে ফেরেন ধনঞ্জয়া ডি সিলভাও। তিনি ফিরে যাওয়ার পর ম্যাচের প্রেক্ষাপট বদলে দেন পেরেরা এবং চারিথ আসালঙ্কা। দুজনে জুটি গড়েন ১০৩ রানের। ৪১ বলে দুটি চার ও ছয়টি ছক্কায় ৬৭ রান করেন আসালঙ্কা।

এদিন লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩ রান তুলতেই দুই উইকেট হারায় নিউজিল্যান্ড। প্রথম ওভারে সেফার্টকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন মহেশ থিকসানা। আর দ্বিতীয় ওভারের প্রথম বলে চাদ বাওয়েসকে বোল্ড করেন দিলশান মাদুশাঙ্কা।

Daryl Mitchell shapes to pull, New Zealand vs Sri Lanka, 1st T20I, Auckland, April 02, 2023

দলটির হয়ে সাময়িক বিপর্যয় সামাল দেন লাথাম এবং ড্যারিল মিচেল। এই দুজনের ৬৩ রানের গড়া জুটিতে লড়াইয়ে ফেরে স্বাগতিকরা। আউট হওয়ার আগে ৪৪ বলে ৬৬ রানের কার্যকর ইনিংস খেলেন মিচেল। এরপর শেষ ওভারের নাটকীয়তা এবং শেষ পর্যন্ত রোমাঞ্চের নানা মোড় পেরিয়ে সুপার ওভারে শ্রীলঙ্কার জয়। ঝোড়ো এক ইনিংস খেলায় ম্যাচ-সেরার পুরস্কার পান চারিথ আসালঙ্কা।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ তে এগিয়ে থাকল লঙ্কানরা। ডানেডিনে আগামী বুধবার সিরিজের পরের ম্যাচ।