Dhaka শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সুপার ওভারে ডাচদের কাছে হার, বিশ্বকাপ অনিশ্চিত ক্যারিবীয়দের

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:২২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
  • ২১০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বিশ্বকাপ বাছাইপর্বের প্রতিটি ম্যাচেই টানটান উত্তেজনা দেখা যাচ্ছে। সর্বশেষ যেটি দেখা গেল ওয়েস্ট ইন্ডিজ-নেদারল্যান্ডস ম্যাচেও। আগে ব্যাট করে ৬ উইকেটে ৩৭৪ রানের বিশাল সংগ্রহ পায় উইন্ডিজ। লক্ষ্য তাড়া করতে নেমে তেজা নিদামানুরুর শতকে নির্ধারিত ৫০ ওভার ৯ উইকেট হারিয়ে ৩৭৪ রান করে ডাচরা।

ফলে ইন্ডিজদের বাঁচা মরার ম্যাচ গড়ায় সুপার ওভারে। যেখানে নেদারল্যান্ডস হয়ে ব্যাট করতে আসা লোগান ভ্যান বেকের ৩ চার ও ৩ ছয়ের ঝড়ো ব্যাটিংয়ে ক্যারিবিওদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩১ রানের। সে লক্ষ্য তাড়া করতে নেমে ৮ রান তুলতেই ৫ বলে দুই উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। তাতে সুপার ওভারে ২২ রানে জিতল স্কট অ্যাডওয়ার্ডসের নেদারল্যান্ডস।

এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার চার্লস ও ব্রেন্ডন কিং। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ১০১ রান। ওপেনার চার্লস ৫৪ রানে ফিরলে ভাঙে তাদের এই জুটি। তিনে নামা শামাহ ব্রুকস ইনিংস বড় করতে পারেননি। দারুণ ব্যাটিং করলেও সেঞ্চুরি পাওয়া হয়নি কিংয়ের। ৭৮ রানে আউট হয়েছেন ডানহাতি এই ব্যাটার। চারে নামা শেই হোপ করেছেন ৪৭ রান।

মাঝে ৬৫ বলে অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলেছেন নিকোলাস পুরান। আর শেষ দিকে মাত্র ২৫ বলে ৪৬ রানের ক্যামিং ইনিংস খেলেছেন কিমো পল। এতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৭৪ রানের পুঁজি পায় ক্যারিবিওরা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৭১ রানে তোলেন ম্যাক্স ও’ডাউড এবং বিক্রমজিত সিং। এরপর অবশ্য দ্রুতই দুই ওপেনারকে হারায় নেদারল্যান্ডস। ওয়েসলি বারেসি, বাস ডি লিডরা থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি। অধিনায়ক স্কট এডওয়ার্ড এবং তেজা নিদামানুরু মিলে ডাচদের টানতে থাকেন।

এডওয়ার্ডস ৬৭ রান করে আউট হলেও তেজা খেলেছেন ১১১ রানের দুর্দান্ত ইনিংস। তাদের দুজনের ব্যাটেই জয়ের আশা দেখতে থেকে ডাচরা। শেষ ২ ওভারে যখন ৩০ রান দরকার তখন ২৮ রানের ইনিংস খেলে ম্যাচ সুপারে ওভারে নেন ভ্যান বিক।

এরপর সুপার ওভারে আবারও বিকের নৈপুণ্য, তার সুপার ওভারে ৩চার ও ৩ছয়ের ইনিংসে ৩১ রানের লক্ষ্য দাড়ায় ইন্ডিজদের। পরে ব্যাট করতে নেমে প্রথম বলে ছয় খেলেও দিলেন মাত্র আট রান, নিলেন দুই উইকেটও। তাতে সুপার ওভারে ২২ রানে জয় পায় ডাচরা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সুপার ওভারে ডাচদের কাছে হার, বিশ্বকাপ অনিশ্চিত ক্যারিবীয়দের

প্রকাশের সময় : ০১:২২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

বিশ্বকাপ বাছাইপর্বের প্রতিটি ম্যাচেই টানটান উত্তেজনা দেখা যাচ্ছে। সর্বশেষ যেটি দেখা গেল ওয়েস্ট ইন্ডিজ-নেদারল্যান্ডস ম্যাচেও। আগে ব্যাট করে ৬ উইকেটে ৩৭৪ রানের বিশাল সংগ্রহ পায় উইন্ডিজ। লক্ষ্য তাড়া করতে নেমে তেজা নিদামানুরুর শতকে নির্ধারিত ৫০ ওভার ৯ উইকেট হারিয়ে ৩৭৪ রান করে ডাচরা।

ফলে ইন্ডিজদের বাঁচা মরার ম্যাচ গড়ায় সুপার ওভারে। যেখানে নেদারল্যান্ডস হয়ে ব্যাট করতে আসা লোগান ভ্যান বেকের ৩ চার ও ৩ ছয়ের ঝড়ো ব্যাটিংয়ে ক্যারিবিওদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩১ রানের। সে লক্ষ্য তাড়া করতে নেমে ৮ রান তুলতেই ৫ বলে দুই উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। তাতে সুপার ওভারে ২২ রানে জিতল স্কট অ্যাডওয়ার্ডসের নেদারল্যান্ডস।

এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার চার্লস ও ব্রেন্ডন কিং। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ১০১ রান। ওপেনার চার্লস ৫৪ রানে ফিরলে ভাঙে তাদের এই জুটি। তিনে নামা শামাহ ব্রুকস ইনিংস বড় করতে পারেননি। দারুণ ব্যাটিং করলেও সেঞ্চুরি পাওয়া হয়নি কিংয়ের। ৭৮ রানে আউট হয়েছেন ডানহাতি এই ব্যাটার। চারে নামা শেই হোপ করেছেন ৪৭ রান।

মাঝে ৬৫ বলে অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলেছেন নিকোলাস পুরান। আর শেষ দিকে মাত্র ২৫ বলে ৪৬ রানের ক্যামিং ইনিংস খেলেছেন কিমো পল। এতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৭৪ রানের পুঁজি পায় ক্যারিবিওরা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৭১ রানে তোলেন ম্যাক্স ও’ডাউড এবং বিক্রমজিত সিং। এরপর অবশ্য দ্রুতই দুই ওপেনারকে হারায় নেদারল্যান্ডস। ওয়েসলি বারেসি, বাস ডি লিডরা থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি। অধিনায়ক স্কট এডওয়ার্ড এবং তেজা নিদামানুরু মিলে ডাচদের টানতে থাকেন।

এডওয়ার্ডস ৬৭ রান করে আউট হলেও তেজা খেলেছেন ১১১ রানের দুর্দান্ত ইনিংস। তাদের দুজনের ব্যাটেই জয়ের আশা দেখতে থেকে ডাচরা। শেষ ২ ওভারে যখন ৩০ রান দরকার তখন ২৮ রানের ইনিংস খেলে ম্যাচ সুপারে ওভারে নেন ভ্যান বিক।

এরপর সুপার ওভারে আবারও বিকের নৈপুণ্য, তার সুপার ওভারে ৩চার ও ৩ছয়ের ইনিংসে ৩১ রানের লক্ষ্য দাড়ায় ইন্ডিজদের। পরে ব্যাট করতে নেমে প্রথম বলে ছয় খেলেও দিলেন মাত্র আট রান, নিলেন দুই উইকেটও। তাতে সুপার ওভারে ২২ রানে জয় পায় ডাচরা।