Dhaka শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবনে অপহৃত ছয় নারীসহ ৩৩ জেলে উদ্ধার

খুলনা জেলা প্রতিনিধি : 

সুন্দরবন থেকে মুক্তিপণের দাবিতে অপহরণ হওয়া ৬ নারীসহ ৩৩ জেলেকে দুর্র্ধষ ডাকাত করিম শরীফ বাহিনীর কবল থেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। মুক্তিপণের দাবিতে অপহৃতদের গহীন বনে গোপন আস্তানায় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের রেখেছিল দস্যুরা। তাদের বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে কোস্টগার্ড সদরদপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, দুর্র্ধষ ডাকাত করিম শরীফ বাহিনী সুন্দরবনে তাদের গোপন আস্তানায় ১৬ নৌকাসহ ৩৩ জন জেলেকে মুক্তিপণের দাবিতে জিম্মি করে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১১টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল ফাঁকা গুলি ছুঁড়ে অতিদ্রুত বনে পালিয়ে যায়। পরে ওই এলাকা তল্লাশি করে অপহরণ হওয়া ৬ নারী সদস্যসহ ৩৩ জন জেলেকে ১৬টি বোটসহ উদ্ধার করা হয়।

জেলেরা জানায়, বন বিভাগের পাস-পারমিট নিয়ে সুন্দরবনের মাছ ও কাঁকড়া আহরণের জন্য গিয়েছেন। বনের বিভিন্ন অংশের নদী-খাল থেকে করিম শরীফ বাহিনী তাদের জিম্মি করে এবং জন প্রতি ১০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে।

মিডিয়া কর্মকর্তা সিয়াম-উল-হক জানান, উদ্ধার হওয়া সকল জেলে খুলনা জেলার কয়রা উপজেলার বাসিন্দা। ট্রলারসহ জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

সুন্দরবনে অপহৃত ছয় নারীসহ ৩৩ জেলে উদ্ধার

প্রকাশের সময় : ০১:০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

খুলনা জেলা প্রতিনিধি : 

সুন্দরবন থেকে মুক্তিপণের দাবিতে অপহরণ হওয়া ৬ নারীসহ ৩৩ জেলেকে দুর্র্ধষ ডাকাত করিম শরীফ বাহিনীর কবল থেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। মুক্তিপণের দাবিতে অপহৃতদের গহীন বনে গোপন আস্তানায় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের রেখেছিল দস্যুরা। তাদের বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে কোস্টগার্ড সদরদপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, দুর্র্ধষ ডাকাত করিম শরীফ বাহিনী সুন্দরবনে তাদের গোপন আস্তানায় ১৬ নৌকাসহ ৩৩ জন জেলেকে মুক্তিপণের দাবিতে জিম্মি করে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১১টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল ফাঁকা গুলি ছুঁড়ে অতিদ্রুত বনে পালিয়ে যায়। পরে ওই এলাকা তল্লাশি করে অপহরণ হওয়া ৬ নারী সদস্যসহ ৩৩ জন জেলেকে ১৬টি বোটসহ উদ্ধার করা হয়।

জেলেরা জানায়, বন বিভাগের পাস-পারমিট নিয়ে সুন্দরবনের মাছ ও কাঁকড়া আহরণের জন্য গিয়েছেন। বনের বিভিন্ন অংশের নদী-খাল থেকে করিম শরীফ বাহিনী তাদের জিম্মি করে এবং জন প্রতি ১০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে।

মিডিয়া কর্মকর্তা সিয়াম-উল-হক জানান, উদ্ধার হওয়া সকল জেলে খুলনা জেলার কয়রা উপজেলার বাসিন্দা। ট্রলারসহ জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।