Dhaka মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে রাস্তা খানা-খন্দে ভরে যাওয়ায় ভোগান্তিতে জনগণ

নিজস্ব প্রতিবেদক : 

গাইবান্ধার সুন্দরগঞ্জে রাস্তা খানা-খন্দে ভরে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে জনগণ। আগামী দুই মাসের মধ্যে রাস্তার কাজ শুরু হতে পারে বলে জানালেন কর্তৃপক্ষ। জানা গেছে, উপজেলার তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ-গংগারহাট ভায়া আশরাফিয়া দাখিল মাদরাসা এবং মীরগঞ্জ মাঝিপাড়া হতে ইমামগঞ্জ বাজার ভায়া তারাপুর ইউনিয়ন পরিষদ রাস্তার বেহাল দশা বিরাজ করছে। রাস্তা দুইটি যোযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গংগারহাট রাস্তার কিছু অংশ এবং মাঝিপাড়া হতে ইমামগঞ্জ বাজার রাস্তা পাকাকরণ করা হয়। এরপর যথাসময়ে সংস্কার না করায় খানা-খন্দে ভরে বর্তমানে রাস্তার করুণ দশা বিরাজ করছে। বিশেষ করে মাঝিপাড়া-ইমামগঞ্জ রাস্তাটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। একটু বৃষ্টি হলেই খানা-খন্দে পানিতে ভরে যায়। হাঁটুরেদের কাদা পানি ভেদ করে চলাচল করতে হয়। সুন্দরগঞ্জ পৌর শহরের মীরগঞ্জ বাজার হতে ইমামগঞ্জ বাজার ওয়াপদা বাঁধ পর্যন্ত রাস্তার উপর নির্ভরশীল হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শামসুল আরেফিন খাঁন এ প্রতিনিধিকে জানান, নতুন করে ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া চলছে।

এলজিইডির গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম জানান, গত বছর এক ঠিকাদারকে কার্যাদেশ দেয়া হয়েছিল। তিনি কাজ শুরু করেছিলেন কিন্তু কাজ না করে চলে যাওয়ায় তার কার্যাদেশ বাতিল করে নতুন করে টেন্ডার আহবান করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে রাস্তার কাজ শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে।

আবহাওয়া

ঘুষ নেওয়ার অভিযোগে হাইওয়ে থানার ওসিসহ ৬ জনকে প্রত্যাহার

সুন্দরগঞ্জে রাস্তা খানা-খন্দে ভরে যাওয়ায় ভোগান্তিতে জনগণ

প্রকাশের সময় : ০৬:১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

গাইবান্ধার সুন্দরগঞ্জে রাস্তা খানা-খন্দে ভরে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে জনগণ। আগামী দুই মাসের মধ্যে রাস্তার কাজ শুরু হতে পারে বলে জানালেন কর্তৃপক্ষ। জানা গেছে, উপজেলার তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ-গংগারহাট ভায়া আশরাফিয়া দাখিল মাদরাসা এবং মীরগঞ্জ মাঝিপাড়া হতে ইমামগঞ্জ বাজার ভায়া তারাপুর ইউনিয়ন পরিষদ রাস্তার বেহাল দশা বিরাজ করছে। রাস্তা দুইটি যোযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গংগারহাট রাস্তার কিছু অংশ এবং মাঝিপাড়া হতে ইমামগঞ্জ বাজার রাস্তা পাকাকরণ করা হয়। এরপর যথাসময়ে সংস্কার না করায় খানা-খন্দে ভরে বর্তমানে রাস্তার করুণ দশা বিরাজ করছে। বিশেষ করে মাঝিপাড়া-ইমামগঞ্জ রাস্তাটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। একটু বৃষ্টি হলেই খানা-খন্দে পানিতে ভরে যায়। হাঁটুরেদের কাদা পানি ভেদ করে চলাচল করতে হয়। সুন্দরগঞ্জ পৌর শহরের মীরগঞ্জ বাজার হতে ইমামগঞ্জ বাজার ওয়াপদা বাঁধ পর্যন্ত রাস্তার উপর নির্ভরশীল হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শামসুল আরেফিন খাঁন এ প্রতিনিধিকে জানান, নতুন করে ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া চলছে।

এলজিইডির গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম জানান, গত বছর এক ঠিকাদারকে কার্যাদেশ দেয়া হয়েছিল। তিনি কাজ শুরু করেছিলেন কিন্তু কাজ না করে চলে যাওয়ায় তার কার্যাদেশ বাতিল করে নতুন করে টেন্ডার আহবান করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে রাস্তার কাজ শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে।