Dhaka বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ২৫ যাত্রী নিয়ে বাস খাদে, ছয়জনকে উদ্ধার

  • যোগাযোগ ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:১৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
  • ২৩১ জন দেখেছেন

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের সদর উপজেলার জানিগাঁও নীলপুরবাজার এলাকায় একটি বাস খাদে পড়ে গেছে। দুর্ঘটনাস্থল থেকে ছয়জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতরা জানিয়েছেন, বাসটিতে অন্তত ২৫ জন যাত্রী ছিল।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে দুর্ঘটনা কবলিত হয় বাসটি। খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার অভিযান চালাচ্ছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে সিলেট থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শেষ খবর পাওয়া পর্যন্ত ছয়জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সফিকুল হক ভুঁইয়া। তিনি জানান, উদ্ধারকৃতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ডুবুরি দল অভিযানে বাসের ভেতরে আর কাউকে পায়নি। এমনকি বাসের চালক ও হেলপারকেও পাওয়া যায়নি। তারা বের হয়ে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

সুনামগঞ্জে তৃতীয় দফায় বন্যায় সড়কের পাশের খাদ পানিতে পরিপূর্ণ ছিল। সেই খাদেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।

Tag :
জনপ্রিয় খবর

আবহাওয়া

রাকিবের গোলে হংকংয়ের বিপক্ষে ড্র করল বাংলাদেশ

সুনামগঞ্জে ২৫ যাত্রী নিয়ে বাস খাদে, ছয়জনকে উদ্ধার

প্রকাশের সময় : ০৯:১৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের সদর উপজেলার জানিগাঁও নীলপুরবাজার এলাকায় একটি বাস খাদে পড়ে গেছে। দুর্ঘটনাস্থল থেকে ছয়জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতরা জানিয়েছেন, বাসটিতে অন্তত ২৫ জন যাত্রী ছিল।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে দুর্ঘটনা কবলিত হয় বাসটি। খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার অভিযান চালাচ্ছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে সিলেট থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শেষ খবর পাওয়া পর্যন্ত ছয়জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সফিকুল হক ভুঁইয়া। তিনি জানান, উদ্ধারকৃতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ডুবুরি দল অভিযানে বাসের ভেতরে আর কাউকে পায়নি। এমনকি বাসের চালক ও হেলপারকেও পাওয়া যায়নি। তারা বের হয়ে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

সুনামগঞ্জে তৃতীয় দফায় বন্যায় সড়কের পাশের খাদ পানিতে পরিপূর্ণ ছিল। সেই খাদেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।