Dhaka রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিল্পী হাসানসহ দুজন নিহত

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : 

সুনামগঞ্জে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সংগীতশিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসানসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ৭টার দিকে ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা সেতু টোল কেন্দ্রের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে দোয়ারাবাজার থেকে আসছিল। খালি বাসটি গোবিন্দগঞ্জ থেকে ছাতক যাচ্ছিল। পথে সুরমা সেতু এলাকায় সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পাগল হাসানসহ আরও একজন ঘটনাস্থলে মারা যান। অন্য তিনজন গুরুতর আহত হয়েছেন।

ছাতক ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জালাল আহমদ বলেন, ঘটনাস্থলেই পাগল হাসানসহ আরেকজন মারা যান। বাকি তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

ছাতক থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেশের একজন স্বনামধন্য শিল্পী যাকে আমরা পাগল হাসান হিসেবেই জানি, তিনি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এ সময় অটোর চালকও মারা যান। আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিক্যালে পাঠানো হয়েছে।

পাগল হাসানের সহকর্মীদের অনেকেই প্রকাশ করেছেন শোক। পাগল হাসান সুনামগঞ্জের সন্তান। সুরকার গীতিকার ও কণ্ঠশিল্পী হিসেবে সংগীতাঙ্গনে পরিচিতি ছিল তার। শ্রোতাদের মধ্যেও ছিল জনপ্রিয়তা। তার লেখা গান আসিফ আকবরসহ দেশের অনেক জনপ্রিয় কণ্ঠশিল্পী গেয়েছেন।

পাগল হাসান সুনামগঞ্জের সন্তান। সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী হিসেবে সংগীতাঙ্গনে পরিচিতি ছিল তার। শ্রোতাদের মধ্যেও ছিল জনপ্রিয়তা। তার লেখা গান আসিফ আকবরসহ অনেক জনপ্রিয় কণ্ঠশিল্পী গেয়েছেন। তার একাধিক শ্রোতাপ্রিয় গান রয়েছে। এর মধ্যে আসমানে যাইও না রে বন্ধু, জীবন খাতা, আমি জ্বইলা মরি উল্লেখযোগ্য।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিল্পী হাসানসহ দুজন নিহত

প্রকাশের সময় : ১১:২৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : 

সুনামগঞ্জে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সংগীতশিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসানসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ৭টার দিকে ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা সেতু টোল কেন্দ্রের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে দোয়ারাবাজার থেকে আসছিল। খালি বাসটি গোবিন্দগঞ্জ থেকে ছাতক যাচ্ছিল। পথে সুরমা সেতু এলাকায় সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পাগল হাসানসহ আরও একজন ঘটনাস্থলে মারা যান। অন্য তিনজন গুরুতর আহত হয়েছেন।

ছাতক ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জালাল আহমদ বলেন, ঘটনাস্থলেই পাগল হাসানসহ আরেকজন মারা যান। বাকি তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

ছাতক থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেশের একজন স্বনামধন্য শিল্পী যাকে আমরা পাগল হাসান হিসেবেই জানি, তিনি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এ সময় অটোর চালকও মারা যান। আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিক্যালে পাঠানো হয়েছে।

পাগল হাসানের সহকর্মীদের অনেকেই প্রকাশ করেছেন শোক। পাগল হাসান সুনামগঞ্জের সন্তান। সুরকার গীতিকার ও কণ্ঠশিল্পী হিসেবে সংগীতাঙ্গনে পরিচিতি ছিল তার। শ্রোতাদের মধ্যেও ছিল জনপ্রিয়তা। তার লেখা গান আসিফ আকবরসহ দেশের অনেক জনপ্রিয় কণ্ঠশিল্পী গেয়েছেন।

পাগল হাসান সুনামগঞ্জের সন্তান। সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী হিসেবে সংগীতাঙ্গনে পরিচিতি ছিল তার। শ্রোতাদের মধ্যেও ছিল জনপ্রিয়তা। তার লেখা গান আসিফ আকবরসহ অনেক জনপ্রিয় কণ্ঠশিল্পী গেয়েছেন। তার একাধিক শ্রোতাপ্রিয় গান রয়েছে। এর মধ্যে আসমানে যাইও না রে বন্ধু, জীবন খাতা, আমি জ্বইলা মরি উল্লেখযোগ্য।