Dhaka বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : 

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের বাহাদুরপুর এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও ২ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের বাহাদুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের বিপুল চক্রবর্তীর মেয়ে স্নেহা চক্রবর্তী (১৮), সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ও শহরের আরপিনগর এলাকার দোলোয়ার হোসেনের মেয়ে আফসানা খুশী (১৭) এবং শহরের আলীপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম (৫০)। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

আহত দুইজনকে সিলেটের এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি বাস সিলেটমুখী যাত্রাপথে বাহাদুরপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হন। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

সুনামগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের ফ্লাইট

সুনামগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩

প্রকাশের সময় : ০৪:৩৫:১২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : 

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের বাহাদুরপুর এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও ২ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের বাহাদুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের বিপুল চক্রবর্তীর মেয়ে স্নেহা চক্রবর্তী (১৮), সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ও শহরের আরপিনগর এলাকার দোলোয়ার হোসেনের মেয়ে আফসানা খুশী (১৭) এবং শহরের আলীপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম (৫০)। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

আহত দুইজনকে সিলেটের এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি বাস সিলেটমুখী যাত্রাপথে বাহাদুরপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হন। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

সুনামগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে।