সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
সুনামগঞ্জ-৫ আসনের (ছাতক ও দোয়ারাবাজার) সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিকের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ তাকে ১০ দিনের রমান্ড নেওয়ার আবেদন করেছিল।
সোমবার (২১ অক্টোবর) সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জর করেন। এ ছাড়া অন্য দুই আসামি রিগান ও তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিনকে এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী আব্দুল হক।
বাদী পক্ষের আইনজীবীরা অসন্তোষ প্রকাশ করে জানান, পুলিশ তদন্তের স্বার্থে তার ১০ দিনের রিমান্ড আবেদন করে। তবে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আন্দোলন ও সহিংসতার পেছনে মুহিবুর রহমান মানিকের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই দীর্ঘমেয়াদী রিমান্ডের প্রয়োজন ছিল।
আইনজীবীরা আরও বলেন, তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং প্রকৃত ঘটনা উদঘাটনে আরও রিমান্ডের দরকার ছিল। মুহিবুর রহমান মানিককের বাড়িতে একটা সময় অস্ত্রের কারখানা ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করেলেই আওয়ামী লীগ, যুবলীগের অবৈধ অস্ত্র কোথা থেকে আসলো তা বের হবে।
এ ছাড়া আরও ৩২ জন আসামিকে পাঁচদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন। আদালত শুনানি শেষে মামলার এজহারভুক্ত আরও দুই আসামি তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন ও জেলা ছাত্রলীগের নেতা রিগ্যান আহমদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। বাকী ৩০ জনকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন। এই ৩০ জনের নাম মামলার এজহারে ছিল না।
উল্লেখ্য ৪ আগস্ট সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রজনতার ওপর হামলা মামলার ঘটনার চলতি বছরের ২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সাবেক সাংসদ মুহিবুর রহমান মানিক, সাবেক সাংসদ রনজিত সরকার, সুনামগঞ্জে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রাজন দাস, সুনামগঞ্জ সদর থানার ওসি খালেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা, সাধারণ সম্পাদক পলিন বখত, সাবেক পৌর মেয়র নাদের বখত, যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর দে, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব আহমদ সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুসহ ৯৯ জনের নাম উল্লেখ করা হয়।
বাদীপক্ষের আইনজীবী আব্দুল হক বলেন আদালত সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের দুই দিন ও আসামি রিগান আফতাব উদ্দিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ ছাড়া বাকি ৩০ আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।