Dhaka শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট সীমান্তে ‘ভারতীয় খাসিয়ার গুলিতে’ ২ বাংলাদেশি নিহত

সিলেট জেলা প্রতিনিধি : 

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি দুই তরুণ নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের দমদমা সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দমদমা সীমান্তের পূর্ব তুরুং গ্রামের বুরান উদ্দীনের ছেলে আশিকুর (১৯) ও একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে মোশাঈদ (২২)।

বিজিবি ও পুলিশ সূত্র জানায়, দমদমা ১২৬০ মেইন পিলারের ২ নম্বর সাব পিলারের পাশে ৬০০ গজ ভারতের অভ্যন্তরে পরিহাট নামক স্থানে ঘটনাটি ঘটে। ওই দুই তরুণ সুপারি চুরি করতে সেখানে গেলে ভারতীয় খাসিয়ারা গুলি চালায়। এতে আশিকুর ও মোশাইদ মারা যান।

সিলেটের ৪৮ বিজিবির অধিনায়ক নাজমুল ইসলাম বলেন, ভারতীয় খাসিয়ার গুলিতে একজন ঘটনাস্থলেই মারা যায়, অপরজনকে তার সঙ্গীরা নিয়ে এসে কোম্পানীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, তারা সুপারি চুরি করতে ভারতে ঢুকে পড়ায় ভারতীয় খাসিয়া বাগান মালিকরা গুলি চালায় বলে স্থানীয় সূত্রে জানতে পেরেছি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ওসমান হাদীর মৃত্যু দায় সরকারকে নিতে হবে : রুমিন ফারহানা

সিলেট সীমান্তে ‘ভারতীয় খাসিয়ার গুলিতে’ ২ বাংলাদেশি নিহত

প্রকাশের সময় : ০৮:১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

সিলেট জেলা প্রতিনিধি : 

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি দুই তরুণ নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের দমদমা সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দমদমা সীমান্তের পূর্ব তুরুং গ্রামের বুরান উদ্দীনের ছেলে আশিকুর (১৯) ও একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে মোশাঈদ (২২)।

বিজিবি ও পুলিশ সূত্র জানায়, দমদমা ১২৬০ মেইন পিলারের ২ নম্বর সাব পিলারের পাশে ৬০০ গজ ভারতের অভ্যন্তরে পরিহাট নামক স্থানে ঘটনাটি ঘটে। ওই দুই তরুণ সুপারি চুরি করতে সেখানে গেলে ভারতীয় খাসিয়ারা গুলি চালায়। এতে আশিকুর ও মোশাইদ মারা যান।

সিলেটের ৪৮ বিজিবির অধিনায়ক নাজমুল ইসলাম বলেন, ভারতীয় খাসিয়ার গুলিতে একজন ঘটনাস্থলেই মারা যায়, অপরজনকে তার সঙ্গীরা নিয়ে এসে কোম্পানীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, তারা সুপারি চুরি করতে ভারতে ঢুকে পড়ায় ভারতীয় খাসিয়া বাগান মালিকরা গুলি চালায় বলে স্থানীয় সূত্রে জানতে পেরেছি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।