Dhaka মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট-চট্টগ্রাম রুটের ২ ট্রেনের যাত্রা বাতিল

মৌলভীবাজার জেলা প্রতিনিধি : 

সিলেট থেকে চট্টগ্রাম রুটের পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

রোববার (২১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ে স্টেশনের মাস্টার রুমান আহমদ।

এর আগে রোববার (২১ মে) সকাল ৯টা থেকে লাইনচ্যুত হওয়া উদয়ন এক্সপ্রেস ট্রেনের ক্ষতিগ্রস্ত বগিগুলোর উদ্ধারকাজ শুরু হয়। এতে সমশেরনগর রেলওয়ে স্টেশনে আটকা পড়ে ঢাকাগামী কালনী এক্সপ্রেস। পরে দুপুর ২টায় বগিগুলোকে উদ্ধার করে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে নিয়ে যায় রিলিফ ট্রেন।

রেলওয়ে সূত্রে জানা যায়, এখন ভালো বগিগুলোকে সিলেট রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে এটি চট্টগ্রামের উদ্দেশ্য ছেড়ে যাবে। এদিকে রোববার সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট থেকে ছাড়ার কথা ছিল পাহাড়িকা এক্সপ্রেস এবং আজ রাত ৯টায় চট্টগ্রাম থেকে সিলেটে আসার কথা ছিল উদয়ন এক্সপ্রেস ট্রেনের। কিন্তু শিডিউল বিপর্যয়ের কারণে সিলেট থেকে শনিবারের পাহাড়িকা এক্সপ্রেস (৭২০) ও উদয়ন এক্সপ্রেসের (৭২৩) যাত্রা বাতিল করা হয়েছে। তাই আজ সিলেট ও চট্টগ্রাম রুটের কোনো ট্রেন চলাচল করবে না।

কুলাউড়া রেলওয়ে স্টেশনের মাস্টার রুমান আহমদ বলেন, আজ সকালে ক্ষতিগ্রস্ত বগিগুলোকে উদ্ধার করে শ্রীমঙ্গলে নেওয়া হয়েছে। সেখান থেকে ভালোগুলোকে সিলেটে পাঠানো হবে। আর ক্ষতিগ্রস্তগুলোকে পাঠানো হবে আখাউড়ায়। যে সকল ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে সেগুলোর টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে। সিলেট থেকে আজ বিলম্বে ছেড়ে যাওয়া পাহাড়িকায় যাত্রা করতে পারবেন যাত্রীরা।

শনিবার (২০ মে) রেললাইনের পাশে লাইনচ্যুত ৩টি বগি রেখে রাত ৮টার দিকে প্রায় ১৫ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক করে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ রোববার ভোর ৫টা থেকে রেলওয়ের ৩টি বগি উদ্ধারের কাজ করে কুলাউড়া ও আখাউড়া স্টেশন থেকে আসা দুইটি রিলিফ ট্রেন। দুপুর দেড়টার দিকে সিলেট থেকে ছেড়ে যাওয়া কালনী এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনাকবলিত জায়গা অতিক্রম করে। এর পরপরই ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেসটি লাউয়াছড়ার দুর্ঘটনাকবলিত জায়গা অতিক্রম করে সিলেটের পথে যাত্রা করে। আর সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন দুপুর ১টা পর্যন্ত শমশেরনগর স্টেশনে অবস্থান করে গন্তব্যের দিকে ছেড়ে যায়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মাদ্রিদ অধ্যায় শেষ করে মদ্রিচ এখন ইতালির ক্লাবে

সিলেট-চট্টগ্রাম রুটের ২ ট্রেনের যাত্রা বাতিল

প্রকাশের সময় : ০৫:০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩

মৌলভীবাজার জেলা প্রতিনিধি : 

সিলেট থেকে চট্টগ্রাম রুটের পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

রোববার (২১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ে স্টেশনের মাস্টার রুমান আহমদ।

এর আগে রোববার (২১ মে) সকাল ৯টা থেকে লাইনচ্যুত হওয়া উদয়ন এক্সপ্রেস ট্রেনের ক্ষতিগ্রস্ত বগিগুলোর উদ্ধারকাজ শুরু হয়। এতে সমশেরনগর রেলওয়ে স্টেশনে আটকা পড়ে ঢাকাগামী কালনী এক্সপ্রেস। পরে দুপুর ২টায় বগিগুলোকে উদ্ধার করে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে নিয়ে যায় রিলিফ ট্রেন।

রেলওয়ে সূত্রে জানা যায়, এখন ভালো বগিগুলোকে সিলেট রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে এটি চট্টগ্রামের উদ্দেশ্য ছেড়ে যাবে। এদিকে রোববার সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট থেকে ছাড়ার কথা ছিল পাহাড়িকা এক্সপ্রেস এবং আজ রাত ৯টায় চট্টগ্রাম থেকে সিলেটে আসার কথা ছিল উদয়ন এক্সপ্রেস ট্রেনের। কিন্তু শিডিউল বিপর্যয়ের কারণে সিলেট থেকে শনিবারের পাহাড়িকা এক্সপ্রেস (৭২০) ও উদয়ন এক্সপ্রেসের (৭২৩) যাত্রা বাতিল করা হয়েছে। তাই আজ সিলেট ও চট্টগ্রাম রুটের কোনো ট্রেন চলাচল করবে না।

কুলাউড়া রেলওয়ে স্টেশনের মাস্টার রুমান আহমদ বলেন, আজ সকালে ক্ষতিগ্রস্ত বগিগুলোকে উদ্ধার করে শ্রীমঙ্গলে নেওয়া হয়েছে। সেখান থেকে ভালোগুলোকে সিলেটে পাঠানো হবে। আর ক্ষতিগ্রস্তগুলোকে পাঠানো হবে আখাউড়ায়। যে সকল ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে সেগুলোর টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে। সিলেট থেকে আজ বিলম্বে ছেড়ে যাওয়া পাহাড়িকায় যাত্রা করতে পারবেন যাত্রীরা।

শনিবার (২০ মে) রেললাইনের পাশে লাইনচ্যুত ৩টি বগি রেখে রাত ৮টার দিকে প্রায় ১৫ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক করে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ রোববার ভোর ৫টা থেকে রেলওয়ের ৩টি বগি উদ্ধারের কাজ করে কুলাউড়া ও আখাউড়া স্টেশন থেকে আসা দুইটি রিলিফ ট্রেন। দুপুর দেড়টার দিকে সিলেট থেকে ছেড়ে যাওয়া কালনী এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনাকবলিত জায়গা অতিক্রম করে। এর পরপরই ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেসটি লাউয়াছড়ার দুর্ঘটনাকবলিত জায়গা অতিক্রম করে সিলেটের পথে যাত্রা করে। আর সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন দুপুর ১টা পর্যন্ত শমশেরনগর স্টেশনে অবস্থান করে গন্তব্যের দিকে ছেড়ে যায়।