Dhaka শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে সিগনালের ভুলে দুই ট্রেনের সংঘর্ষ: হতাহত হয়নি

  • সিলেট প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:৪০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
  • ২৩৪ জন দেখেছেন

দুর্ঘটনাস্থলের ছবি

সারাদেশে ট্রেন দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না। কয়েকদিন ধরে ট্রেন দুর্ঘটনা লেগেই আছে। ঝিনাইদহের পর গাজীপুরের পর ঘটলো সিলেটে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট রেলস্টেশন ডকইয়ার্ডে এ ঘটনা ঘটে। এতে রুটটিতে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

সিগনাল ভুল করে একই লাইনে ঢুকে পড়ায় পাহাড়িকা ও জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন দুটির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পাহাড়িকা এক্সপ্রেসের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে রেলওয়ে।

আরও পড়ুন : দুর্ঘটনায় ট্যাংকার ফেটে তেল সংগ্রহের উৎসব (ভিডিও)

সিলেট রেলস্টেশন মাস্টার খলিলুর রহমান বলেন, ট্রেন দুটি ডকইয়ার্ডে ওয়াসপিটে একই লাইনে ঢুকে পড়ে। দুটি গাড়ি মুখোমুখি ঢুকে যাওয়ায় সাইড কোয়ালিশনে এ ঘটনা ঘটে।

তিনি আরো বলেন, দুর্ঘটনায় কেবল পাহাড়িকার দুটি বগি লাইনচ্যুত হয়েছে। অবশ্য এ কারণে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে সকাল ১০টা ১৫ মিনিটে পাহাড়িকা ও ১১টা ১৫ মিনিটে জয়ন্তিকা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা থাকলেও আজ বিলম্ব হবে। ট্রেন দুটি উদ্ধারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আবহাওয়া

১০ বছরের মধ্যে ক্ষমতায় না গেলে রাজনীতি ছেড়ে দেব : নাহিদ ইসলাম

সিলেটে সিগনালের ভুলে দুই ট্রেনের সংঘর্ষ: হতাহত হয়নি

প্রকাশের সময় : ০৬:৪০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০

সারাদেশে ট্রেন দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না। কয়েকদিন ধরে ট্রেন দুর্ঘটনা লেগেই আছে। ঝিনাইদহের পর গাজীপুরের পর ঘটলো সিলেটে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট রেলস্টেশন ডকইয়ার্ডে এ ঘটনা ঘটে। এতে রুটটিতে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

সিগনাল ভুল করে একই লাইনে ঢুকে পড়ায় পাহাড়িকা ও জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন দুটির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পাহাড়িকা এক্সপ্রেসের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে রেলওয়ে।

আরও পড়ুন : দুর্ঘটনায় ট্যাংকার ফেটে তেল সংগ্রহের উৎসব (ভিডিও)

সিলেট রেলস্টেশন মাস্টার খলিলুর রহমান বলেন, ট্রেন দুটি ডকইয়ার্ডে ওয়াসপিটে একই লাইনে ঢুকে পড়ে। দুটি গাড়ি মুখোমুখি ঢুকে যাওয়ায় সাইড কোয়ালিশনে এ ঘটনা ঘটে।

তিনি আরো বলেন, দুর্ঘটনায় কেবল পাহাড়িকার দুটি বগি লাইনচ্যুত হয়েছে। অবশ্য এ কারণে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে সকাল ১০টা ১৫ মিনিটে পাহাড়িকা ও ১১টা ১৫ মিনিটে জয়ন্তিকা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা থাকলেও আজ বিলম্ব হবে। ট্রেন দুটি উদ্ধারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।