সারাদেশে ট্রেন দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না। কয়েকদিন ধরে ট্রেন দুর্ঘটনা লেগেই আছে। ঝিনাইদহের পর গাজীপুরের পর ঘটলো সিলেটে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট রেলস্টেশন ডকইয়ার্ডে এ ঘটনা ঘটে। এতে রুটটিতে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
সিগনাল ভুল করে একই লাইনে ঢুকে পড়ায় পাহাড়িকা ও জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন দুটির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পাহাড়িকা এক্সপ্রেসের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে রেলওয়ে।
আরও পড়ুন : দুর্ঘটনায় ট্যাংকার ফেটে তেল সংগ্রহের উৎসব (ভিডিও)
সিলেট রেলস্টেশন মাস্টার খলিলুর রহমান বলেন, ট্রেন দুটি ডকইয়ার্ডে ওয়াসপিটে একই লাইনে ঢুকে পড়ে। দুটি গাড়ি মুখোমুখি ঢুকে যাওয়ায় সাইড কোয়ালিশনে এ ঘটনা ঘটে।
তিনি আরো বলেন, দুর্ঘটনায় কেবল পাহাড়িকার দুটি বগি লাইনচ্যুত হয়েছে। অবশ্য এ কারণে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে সকাল ১০টা ১৫ মিনিটে পাহাড়িকা ও ১১টা ১৫ মিনিটে জয়ন্তিকা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা থাকলেও আজ বিলম্ব হবে। ট্রেন দুটি উদ্ধারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।