সিলেট জেলা প্রতিনিধি :
সিলেটের দক্ষিণ সুরমায় রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বাসের আগুন নিভিয়েছেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ বলছে, বিএনপির নেতা-কর্মীদের নাশকতা হতে পারে ঘটনাটি।
বুধবার (৬ ডিসেম্বর) রাত সোয়া আটটার দিকে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকার রেলওয়ে স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, পুড়ে যাওয়া বাসটি সিলেট-মৌলভীবাজার রুটে চলাচল করত। যাত্রী পরিবহন শেষে কদমতলী এলাকার রেলওয়ে স্টেশনের প্রবেশমুখে বাসটি দাঁড় করিয়ে রেখে চালক ও সহকারী বিশ্রাম নিতে গিয়েছিলেন। সেটি কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা হওয়ায় আশপাশে আরও কয়েকটি বাস দাঁড় করানো ছিল।
প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত সোয়া আটটার দিকে হঠাৎ ওই বাসে আগুন দেখতে পান স্থানীয় ব্যক্তিরা। পরে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের জানানো হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় রাত সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
খাজা এন্টারপ্রাইজের বাসটির চালক জাবেদ মিয়া বলেন, বাসটি টার্মিনাল এলাকার যমুনা মার্কেটের সামনের রাস্তার পাশে পার্কিং করা অবস্থায় রেখে আমি ও আমার স্টাফরা চা খেতে গিয়েছিলাম। হঠাৎ কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে আমাদের বাসে আগুন দিয়ে পালিয়ে যায়।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) সোহেল রেজা বলেন, বিষয়টি বর্তমান চলমান নাশকতা হিসেবে দেখছে পুলিশ। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দাঁড় করিয়ে রাখা বাসে পেট্রল–জাতীয় কিছু ছিটিয়ে এমন ঘটনা ঘটানো হয়েছে। হামলাকারীরা চোরাগোপ্তা হামলা চালিয়েছে। তারা কোথা থেকে এসেছে এবং কোন দিকে পালিয়েছে, সেটি কেউ বলতে পারছে না। পুলিশ বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।