সিলেট জেলা প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জৈন্তাপুর ইউনিয়নে দুইজন এবং কানাইঘাটে আলাদা স্থানে দুজন মারা যান বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ ও উপজেলা প্রশাসন।
নিহতরা হলেন- জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ গ্রামের নূরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৩) এবং একই ইউনিয়নের ভিত্রিখেল ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নান মনই (৪৫)।
কানাইঘাটে নিহতরা হলেন- উপজেলার লক্ষীপ্রসাদ ইউনিয়নের কেওটিহাওর গ্রামের আব্দুল মিয়ার ছেলে কালা মিয়া (২৮) এবং পৌরসভার ধলইমাটি এলাকার নূর উদ্দিন (৬০)।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া বলেন, বজ্রপাতে নিহত দুজনের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার জন্য তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এ ছাড়া বজ্রবৃষ্টি চলাকালে সবাইকে বাড়তি নিরাপত্তা অবলম্বন করে নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।
অন্যদিকে শনিবার দুপুরে কানাইঘাট উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে দুইজন মারা গেছেন বলে জানান কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার।