Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে টিলা ধসে এক পরিবারের চারজনের মৃত্যু

সিলেট জেলা প্রতিনিধি : 

সিলেটের গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউনিয়নের ঢাকা দক্ষিণ বখতিয়ারঘাট এলাকায় ভারী বৃষ্টিতে টিলা ধসে পড়ে এক পরিবারের চারজন নিহত হয়েছেন।

শনিবার (৩১ মে) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

রোববার (১ জুন) ভোরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে সকাল সাড়ে আটটায় আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- বখতিয়ার ঘাট এলাকার বাসিন্দা রিয়াজ উদ্দিন (৫০), তার দ্বিতীয় স্ত্রী রহিমা বেগম (৪০), মেয়ে সামিয়া খাতুন (১৫) ও ছেলে আব্বাস উদ্দিন (১৩)।

সকাল সাড়ে ৮টায় উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ফয়ছল মাহমুদ রিয়াদ।

তিনি বলেন, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশের প্রতিনিধিদের যৌথ সমন্বয়ে মাটিচাপা পড়া চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে অক্ষত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করা হয়। আর কেউ মাটির নিচে নেই। নিহতদের জানাজা বাদ আসর অনুষ্ঠিত হবে।

লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান খলকুর রহমান বলেন, রিয়াজ উদ্দিন তার দুই স্ত্রী ও সন্তানদের নিয়ে একই বাড়িতে বসবাস করতেন। রাত আনুমানিক দুইটার দিকে ঘরের ওপর টিলা ধসে পড়ে। পরে তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে রিয়াজের প্রথম স্ত্রী ও তার সন্তানদের উদ্ধার করে। কিন্তু দ্বিতীয় স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ রিয়াজ উদ্দিন মাটিচাপা পড়েন।

তিনি বলেন, খবর পেয়ে রাত তিনটার দিকে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকে জানানো হয়। রোববার ভোরে মাটিচাপা থেকে রিয়াজের দ্বিতীয় স্ত্রী ও দুই সন্তানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে রিয়াজ উদ্দিনের মরদেহও উদ্ধার করা হয়।

গোলাপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে বিষয়টি মনিটর করছি। প্রচন্ড ঝড়বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় গাছ পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। তারা বিকল্প রুটে ঘটনাস্থলের দিকে যাচ্ছে। পাশাপাশি আমি সিলেট সদর ফায়ার সার্ভিসকেও জানিয়েছি, তারা ইতোমধ্যে রওনা দিয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

যুক্তরাষ্ট্র গেলেন শাকিব খান

সিলেটে টিলা ধসে এক পরিবারের চারজনের মৃত্যু

প্রকাশের সময় : ১০:৩৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

সিলেট জেলা প্রতিনিধি : 

সিলেটের গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউনিয়নের ঢাকা দক্ষিণ বখতিয়ারঘাট এলাকায় ভারী বৃষ্টিতে টিলা ধসে পড়ে এক পরিবারের চারজন নিহত হয়েছেন।

শনিবার (৩১ মে) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

রোববার (১ জুন) ভোরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে সকাল সাড়ে আটটায় আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- বখতিয়ার ঘাট এলাকার বাসিন্দা রিয়াজ উদ্দিন (৫০), তার দ্বিতীয় স্ত্রী রহিমা বেগম (৪০), মেয়ে সামিয়া খাতুন (১৫) ও ছেলে আব্বাস উদ্দিন (১৩)।

সকাল সাড়ে ৮টায় উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ফয়ছল মাহমুদ রিয়াদ।

তিনি বলেন, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশের প্রতিনিধিদের যৌথ সমন্বয়ে মাটিচাপা পড়া চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে অক্ষত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করা হয়। আর কেউ মাটির নিচে নেই। নিহতদের জানাজা বাদ আসর অনুষ্ঠিত হবে।

লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান খলকুর রহমান বলেন, রিয়াজ উদ্দিন তার দুই স্ত্রী ও সন্তানদের নিয়ে একই বাড়িতে বসবাস করতেন। রাত আনুমানিক দুইটার দিকে ঘরের ওপর টিলা ধসে পড়ে। পরে তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে রিয়াজের প্রথম স্ত্রী ও তার সন্তানদের উদ্ধার করে। কিন্তু দ্বিতীয় স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ রিয়াজ উদ্দিন মাটিচাপা পড়েন।

তিনি বলেন, খবর পেয়ে রাত তিনটার দিকে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকে জানানো হয়। রোববার ভোরে মাটিচাপা থেকে রিয়াজের দ্বিতীয় স্ত্রী ও দুই সন্তানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে রিয়াজ উদ্দিনের মরদেহও উদ্ধার করা হয়।

গোলাপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে বিষয়টি মনিটর করছি। প্রচন্ড ঝড়বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় গাছ পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। তারা বিকল্প রুটে ঘটনাস্থলের দিকে যাচ্ছে। পাশাপাশি আমি সিলেট সদর ফায়ার সার্ভিসকেও জানিয়েছি, তারা ইতোমধ্যে রওনা দিয়েছে।