Dhaka রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সিরিয়ায় বিমান হামলায় ইরানের কমান্ডারসহ নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক : 

সিরিয়ার পূর্বাঞ্চলে বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ডস কমান্ডারসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইরানপন্থী অন্তত ৯ যোদ্ধাসহ একজন শীর্ষ কমান্ডার রয়েছেন।

মঙ্গলবার (২৬ মার্চ) এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এই হামলায় ইরানপন্থি নয় যোদ্ধা নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ইরানের বিপ্লবী গার্ড রেজিমেন্ট আইআরজিসির কমান্ডার রয়েছেন।

খবরে বলা হয়েছে, একটি উপত্যকায় তাদের স্থাপনা লক্ষ্য করে হামলাটি চালানো হয়। আরেক হামলায় ইরাকি সীমান্তের কাছে আলবু কামাল শহরে চারজন নিহত হয়েছেন।

ব্রিটেনভিত্তিক সংবাদমাধ্যম মনিটর বলেছে, কারা হামলা চালিয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি এবং তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি।

দেশটির এক দশকেরও বেশি পুরনো গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আসাদের বাহিনীর পাশাপাশি যুদ্ধরত ইরানপন্থী দলগুলোকে লক্ষ্য করে ইসরায়েল শত শত হামলা চালিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ব সিরিয়ায় ইরানপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অনেক কম হামলা চালিয়েছে। তবে সিরীয় সরকারের ঘনিষ্ঠ গণমাধ্যম বলছে, সর্বশেষ হামলাটি আমেরিকান।

এদিকে সোমবার (২৫ মার্চ) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রথমবারের মতো গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস হয়েছে। আর তাতে প্রথমবারের মতো কোনো আপত্তি জানায়নি যুক্তরাষ্ট্র। দেশটি এর আগে অন্তত তিনবার ভেটো দিয়ে যুদ্ধবিরতির প্রস্তাব বাতিল করে দিয়েছিল।

বাইডেন প্রশাসনের এমন সিদ্ধান্তে মোটেও খুশি হতে পারেনি ইসরায়েল। এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রাজবাড়ীতে সড়কের ডিভাইডারে মোটরসাইকেলের ধাক্কায় আরোহীর মৃত্যু

সিরিয়ায় বিমান হামলায় ইরানের কমান্ডারসহ নিহত ১৩

প্রকাশের সময় : ০৮:২১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : 

সিরিয়ার পূর্বাঞ্চলে বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ডস কমান্ডারসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইরানপন্থী অন্তত ৯ যোদ্ধাসহ একজন শীর্ষ কমান্ডার রয়েছেন।

মঙ্গলবার (২৬ মার্চ) এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এই হামলায় ইরানপন্থি নয় যোদ্ধা নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ইরানের বিপ্লবী গার্ড রেজিমেন্ট আইআরজিসির কমান্ডার রয়েছেন।

খবরে বলা হয়েছে, একটি উপত্যকায় তাদের স্থাপনা লক্ষ্য করে হামলাটি চালানো হয়। আরেক হামলায় ইরাকি সীমান্তের কাছে আলবু কামাল শহরে চারজন নিহত হয়েছেন।

ব্রিটেনভিত্তিক সংবাদমাধ্যম মনিটর বলেছে, কারা হামলা চালিয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি এবং তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি।

দেশটির এক দশকেরও বেশি পুরনো গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আসাদের বাহিনীর পাশাপাশি যুদ্ধরত ইরানপন্থী দলগুলোকে লক্ষ্য করে ইসরায়েল শত শত হামলা চালিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ব সিরিয়ায় ইরানপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অনেক কম হামলা চালিয়েছে। তবে সিরীয় সরকারের ঘনিষ্ঠ গণমাধ্যম বলছে, সর্বশেষ হামলাটি আমেরিকান।

এদিকে সোমবার (২৫ মার্চ) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রথমবারের মতো গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস হয়েছে। আর তাতে প্রথমবারের মতো কোনো আপত্তি জানায়নি যুক্তরাষ্ট্র। দেশটি এর আগে অন্তত তিনবার ভেটো দিয়ে যুদ্ধবিরতির প্রস্তাব বাতিল করে দিয়েছিল।

বাইডেন প্রশাসনের এমন সিদ্ধান্তে মোটেও খুশি হতে পারেনি ইসরায়েল। এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।