Dhaka শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজদিখানে বিলে পড়ে ছিল প্রবাসীর রক্তাক্ত লাশ

সিরাজদীখান উপজেলা প্রতিনিধি : 

মুন্সীগঞ্জের সিরাজদীখানে মুজিবুর রহমানে (৪৫) নামে এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি সরকারবাড়ীর বিল (চক) থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মুজিবুর রহমান একই ইউনিয়নের চর পানিয়া গ্রামের মৃত শহর আলীর ছেলে।

বালুচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াসিম আহমেদ ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মুজিবুর রহমান কয়েক মাস আগে সৌদী আরব থেকে দেশে আসেন। জায়গা-জমি নিয়ে তার সঙ্গে প্রতিবেশিদের বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত সে বাড়িতেই ছিল। এর পর সে আব্দুল্লাহপুর বাজারে যায়। রাতে আর বাড়ি ফেরেনি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দেই। লাশের শরীরে অসংখ্য ধারালো অস্ত্রে আঘাত রয়েছে। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে ধরণা করছি।

সিরাজদীখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এটি স্পষ্টই হত্যাকাণ্ড। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পরে থাকতে হবে : তারেককে ইঙ্গিত করে পাটওয়ারী

সিরাজদিখানে বিলে পড়ে ছিল প্রবাসীর রক্তাক্ত লাশ

প্রকাশের সময় : ০২:৩১:৫০ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪

সিরাজদীখান উপজেলা প্রতিনিধি : 

মুন্সীগঞ্জের সিরাজদীখানে মুজিবুর রহমানে (৪৫) নামে এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি সরকারবাড়ীর বিল (চক) থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মুজিবুর রহমান একই ইউনিয়নের চর পানিয়া গ্রামের মৃত শহর আলীর ছেলে।

বালুচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াসিম আহমেদ ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মুজিবুর রহমান কয়েক মাস আগে সৌদী আরব থেকে দেশে আসেন। জায়গা-জমি নিয়ে তার সঙ্গে প্রতিবেশিদের বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত সে বাড়িতেই ছিল। এর পর সে আব্দুল্লাহপুর বাজারে যায়। রাতে আর বাড়ি ফেরেনি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দেই। লাশের শরীরে অসংখ্য ধারালো অস্ত্রে আঘাত রয়েছে। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে ধরণা করছি।

সিরাজদীখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এটি স্পষ্টই হত্যাকাণ্ড। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।