Dhaka শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে স্বামীকে হত্যায় স্ত্রীসহ তিনজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : 

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় স্বামীকে হত্যার ১৪ বছর পর স্ত্রীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের প্রথম অতিরিক্তি দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ এ রায় ঘোষণা করেন বলে ওই আদালতের স্টোনোগ্রাফার মাজিদুল ইসলাম জানান।

যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো ৬ মাস করে কারাবাস দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় বাশুরিয়া গ্রামের নিহত আমিরুল ইসলাম ওরফে দুদু মিয়ার স্ত্রী মরিয়ম খাতুন ওরফে টুলটুলি, বড় চাঁনতারা গ্রামের মৃত রজব আলীর ছেলে রেজাউল করিম ও ছোট মহারাজপুর গ্রামের মৃত নবীন সর্দারের ছেলে দেলবার সর্দার।

আসামিরা সবাই পলাতক বলে জানান স্টোনোগ্রাফার মাজিদুল ইসলাম।

মামলার বরাত দিয়ে তিনি বলেন, ঘটনার অন্তত ১৭-১৮ বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে আমিরুলের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। বিয়ের পরও মরিয়ম অন্যলোকের সঙ্গে অনৈতিক সর্ম্পক স্থাপন করেন। এতে স্বামী আমিরুল তাকে বাধা দিত ও মারধর করত।

এসব নিয়ে ২০১০ সালের ৮ জুলাই রাতে নিজ বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পর দিন সকালে বাড়ির পাশের একটি ক্ষেত থেকে আমিরুল ইসলামের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ভাই আবু তালেব ওরফে তারা বাদী হয়ে এজাহারনামীয় পাঁচজনসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন।

আবহাওয়া

রাজশাহীতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবক নিহত

সিরাজগঞ্জে স্বামীকে হত্যায় স্ত্রীসহ তিনজনের যাবজ্জীবন

প্রকাশের সময় : ০৯:২২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : 

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় স্বামীকে হত্যার ১৪ বছর পর স্ত্রীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের প্রথম অতিরিক্তি দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ এ রায় ঘোষণা করেন বলে ওই আদালতের স্টোনোগ্রাফার মাজিদুল ইসলাম জানান।

যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো ৬ মাস করে কারাবাস দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় বাশুরিয়া গ্রামের নিহত আমিরুল ইসলাম ওরফে দুদু মিয়ার স্ত্রী মরিয়ম খাতুন ওরফে টুলটুলি, বড় চাঁনতারা গ্রামের মৃত রজব আলীর ছেলে রেজাউল করিম ও ছোট মহারাজপুর গ্রামের মৃত নবীন সর্দারের ছেলে দেলবার সর্দার।

আসামিরা সবাই পলাতক বলে জানান স্টোনোগ্রাফার মাজিদুল ইসলাম।

মামলার বরাত দিয়ে তিনি বলেন, ঘটনার অন্তত ১৭-১৮ বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে আমিরুলের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। বিয়ের পরও মরিয়ম অন্যলোকের সঙ্গে অনৈতিক সর্ম্পক স্থাপন করেন। এতে স্বামী আমিরুল তাকে বাধা দিত ও মারধর করত।

এসব নিয়ে ২০১০ সালের ৮ জুলাই রাতে নিজ বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পর দিন সকালে বাড়ির পাশের একটি ক্ষেত থেকে আমিরুল ইসলামের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ভাই আবু তালেব ওরফে তারা বাদী হয়ে এজাহারনামীয় পাঁচজনসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন।