Dhaka শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে স্বামীকে হত্যায় স্ত্রীসহ তিনজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : 

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় স্বামীকে হত্যার ১৪ বছর পর স্ত্রীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের প্রথম অতিরিক্তি দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ এ রায় ঘোষণা করেন বলে ওই আদালতের স্টোনোগ্রাফার মাজিদুল ইসলাম জানান।

যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো ৬ মাস করে কারাবাস দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় বাশুরিয়া গ্রামের নিহত আমিরুল ইসলাম ওরফে দুদু মিয়ার স্ত্রী মরিয়ম খাতুন ওরফে টুলটুলি, বড় চাঁনতারা গ্রামের মৃত রজব আলীর ছেলে রেজাউল করিম ও ছোট মহারাজপুর গ্রামের মৃত নবীন সর্দারের ছেলে দেলবার সর্দার।

আসামিরা সবাই পলাতক বলে জানান স্টোনোগ্রাফার মাজিদুল ইসলাম।

মামলার বরাত দিয়ে তিনি বলেন, ঘটনার অন্তত ১৭-১৮ বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে আমিরুলের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। বিয়ের পরও মরিয়ম অন্যলোকের সঙ্গে অনৈতিক সর্ম্পক স্থাপন করেন। এতে স্বামী আমিরুল তাকে বাধা দিত ও মারধর করত।

এসব নিয়ে ২০১০ সালের ৮ জুলাই রাতে নিজ বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পর দিন সকালে বাড়ির পাশের একটি ক্ষেত থেকে আমিরুল ইসলামের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ভাই আবু তালেব ওরফে তারা বাদী হয়ে এজাহারনামীয় পাঁচজনসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শেখ মুজিব জাতির জনক নন : নাহিদ ইসলাম

সিরাজগঞ্জে স্বামীকে হত্যায় স্ত্রীসহ তিনজনের যাবজ্জীবন

প্রকাশের সময় : ০৯:২২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : 

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় স্বামীকে হত্যার ১৪ বছর পর স্ত্রীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের প্রথম অতিরিক্তি দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ এ রায় ঘোষণা করেন বলে ওই আদালতের স্টোনোগ্রাফার মাজিদুল ইসলাম জানান।

যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো ৬ মাস করে কারাবাস দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় বাশুরিয়া গ্রামের নিহত আমিরুল ইসলাম ওরফে দুদু মিয়ার স্ত্রী মরিয়ম খাতুন ওরফে টুলটুলি, বড় চাঁনতারা গ্রামের মৃত রজব আলীর ছেলে রেজাউল করিম ও ছোট মহারাজপুর গ্রামের মৃত নবীন সর্দারের ছেলে দেলবার সর্দার।

আসামিরা সবাই পলাতক বলে জানান স্টোনোগ্রাফার মাজিদুল ইসলাম।

মামলার বরাত দিয়ে তিনি বলেন, ঘটনার অন্তত ১৭-১৮ বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে আমিরুলের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। বিয়ের পরও মরিয়ম অন্যলোকের সঙ্গে অনৈতিক সর্ম্পক স্থাপন করেন। এতে স্বামী আমিরুল তাকে বাধা দিত ও মারধর করত।

এসব নিয়ে ২০১০ সালের ৮ জুলাই রাতে নিজ বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পর দিন সকালে বাড়ির পাশের একটি ক্ষেত থেকে আমিরুল ইসলামের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ভাই আবু তালেব ওরফে তারা বাদী হয়ে এজাহারনামীয় পাঁচজনসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন।